করোনা আবহের মাঝেই আজ সকাল ১১টায় পশ্চিমবঙ্গের ভার্চুয়াল সমাবেশে যোগ দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি নেতা অমিত শাহ। ভার্চুয়াল সমাবেশে অমিত শাহ করোনা ও ঝড়ের প্রকোপে মৃতদের আত্মার শান্তি কামনা করেন। সাথে সাথে, রাজনৈতিক হিংসার কারণে প্রাণ ত্যাগ করা বিজেপি কর্মীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন তিনি। পাশাপাশি, করোনা যুদ্ধে সামিল সকল যোদ্ধাদের অভিনন্দন জানিয়েছেন। 


এদিন, ভার্চুয়াল সভায় উপস্থিত ছিল অমিত শাহ, বাবুল সুপ্রিয় সহ হেভিওয়েট নেতারা পাশাপাশি, রাজ্যের শীর্ষ নেতৃত্ব। সারা দেশের মধ্যে বাংলায় রাজনৈতিক হিংসা বেশি বলেই দাবি অমিত শাহের। তিনি বলেন, বিজেপি লোকসভায় ৩০৩ আসন পেলেও বাংলার ১৮টি আসন গুরুত্বপূর্ণ’

‘কারণ দেশে এক বাংলাতেই সবথেকে বেশি রাজনৈতিক হিংসা, বিজেপি শুধু বিরোধী আন্দোলনের জন্য এখানে আসেনি, বিজেপি সোনার বাংলা গড়ে তুলতেই বাংলায় এসেছে, যেখানেই বিজেপি ক্ষমতায় এসেছে, মানুষকে হিসেব দিয়েছে, বিজেপি সেইসব দল নয়, যাঁরা মানুষকে কোনও হিসেব দেয় না।


ভার্চুয়াল জনসভায় কি কি বললেন অমিত শাহ দেখে নিন এক নজরে- 

  • ‘বাংলায় রাজনৈতিক সংঘর্ষে মৃত শতাধিক কর্মীর বলিদানকে শ্রদ্ধা’
  • ‘বাংলার পরিবর্তনের যুদ্ধে তাঁদের বলিদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে’
  • ‘করোনা-যোদ্ধাদের এই লড়াইয়ের জন্য অভিনন্দন জানাই’
  • ‘বিজেপি লোকসভায় ৩০৩ আসন পেলেও বাংলার ১৮টি আসন গুরুত্বপূর্ণ’
  • ‘কারণ দেশে এক বাংলাতেই সবথেকে বেশি রাজনৈতিক হিংসা’
  • ‘বিজেপি শুধু বিরোধী আন্দোলনের জন্য এখানে আসেনি’
  • ‘বিজেপি সোনার বাংলা গড়ে তুলতেই বাংলায় এসেছে’
  • ‘যেখানেই বিজেপি ক্ষমতায় এসেছে, মানুষকে হিসেব দিয়েছে’
  • ‘বিজেপি সেইসব দল নয়, যাঁরা মানুষকে কোনও হিসেব দেয় না’
  • ‘দ্বিতীয় মোদি সরকারের এক বছর পূর্ণ হয়েছে’
  • ‘মোদি সরকারের ৬ বছরে দেশের পরিবর্তন ঘটেছে’
  • ‘এই ৬ বছরের দেশের ৬০ কোটি গরিব মানুষের জীবনে পরিবর্তন এসেছে’
  • ‘জনধন প্রকল্পে ৩১ কোটি মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা হয়েছে’
  • ‘জনধন অ্যাকাউন্ট নিয়ে রাহুল গাঁধী সহ বিরোধীরা কটাক্ষ করেছিলেন’
  • ‘করোনা-কালে ৫১ কোটি মানুষের অ্যাকাউন্টে টাকা পৌঁছেছে’
  • ‘আয়ুষ্মান ভারত প্রকল্পে দেশের বহু মানুষ উপকৃত হয়েছে’
  • ‘কিন্তু আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা বাংলার মানুষ পান না’
  • ‘মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদির জনপ্রিয়তাকে ভয় পেয়েছেন’
  • ‘আমরা রাজনীতি করছি না, মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতি করছেন’
  • ‘বাংলায় বিজেপির মুখ্যমন্ত্রী শপথ নেওয়ার এক মিনিটের মধ্যে আয়ুষ্মান চালু হবে’
  • ‘২০২২-এর আগে দেশের প্রত্যেক নাগরিক পাকা বাড়ি পাবেন’
  • ‘বাংলার ১৫ লক্ষ মানুষও আবাস যোজনার সুবিধা পেয়েছেন
  • ‘আমি মোদি সরকারের কাজের খতিয়ান নিয়ে এসেছি’
  • ‘মমতা বন্দ্যোপাধ্যায়ও কাল সাংবাদিক বৈঠক করে হিসেব দিন’
  • ‘বাংলার মানুষ চাইতেন কাশ্মীর থেকে অনুচ্ছেদ ৩৭০ অবলুপ্ত হোক’
  • ‘কারণ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ও চেয়েছিলেন কাশ্মীর অবিচ্ছিন্ন থাক’
  • ‘মোদি সরকার ৩৭০ অবলুপ্ত করে সেই স্বপ্ন পূরণ করেছেন’
  • ‘উদ্বাস্তু শরণার্থীদের নাগরিকত্ব দিয়েছে মোদি সরকার’
  • ‘কিন্তু তোষণের রাজনীতির জন্য উদ্বাস্তুদের নাগরিকত্বর বিরোধিতা হয়েছে’
  • ‘মমতা বন্দ্যোপাধ্যায় কেন বিরোধিতা করেছেন, মানুষকে বলুন’
  • ‘ভোটবাক্সে বাংলার মানুষ মমতাকেই শরণার্থী করে দেবেন’
  • ‘বাংলার কৃষকরাও কেন্দ্রের প্রকল্প থেকে বঞ্চিত’
  • ‘মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার কৃষকদের প্রকল্প থেক বঞ্চিত করছেন’
  • ‘মমতা চাইলে দু’দিনের মধ্যে কৃষকদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে’
  • ‘করোনা মোকাবিলায় নরেন্দ্র মোদির নির্দেশে দেশজুড়ে কঠোর লকডাউন হয়েছে’
  • ‘ আমি বাংলার মানুষকে বলব একবার আমাদের সুযোগ দিন ’
  • ‘পাঁচবছর পরে এরাজ্যে দুর্নীতি, অনুপ্রবেশ থাকবে না’
  • ‘ কোনওরকম সিন্ডিকেট থাকবে না ’