লকডাউনেও বাদ পড়েনি রাজনৈতিক রদবদল,বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের সাপ্টিবাড়ী ২ নং গ্রাম পঞ্চায়েত এলাকার ১৬/২০৯ অভয়চড়ন বুথের বিজেপির মনোনীত প্রার্থী সহ দুটি পরিবার।

এ'দিন উপস্থিত ছিলেন, সাপ্টিবাড়ী ২ নং অঞ্চল নেতৃত্ব আমিরুল হক মহাশয়, আরাফাত হোসেন মহাশয়, সাপ্টিবাড়ী ২ নং অঞ্চলের যুব সভাপতি বাপি আলম সহ সাপ্টিবাড়ী ২ নং অঞ্চলের তৃণমূল কংগ্রেস সমর্থকেরা।

সাপ্টিবাড়ী ২ নং অঞ্চলের যুব সভাপতি বাপি আলম বলেন, আমাদের কাছে আবেদন পাঠিয়েছেন অভয়চড়ন বুথের বিজেপির মনোনীত প্রার্থী প্রাণেশ চন্দ্র রায়। তারপরই আমরা উনার বাড়িতে আসি এবং উনার হাতে আমাদের তৃণমূল কংগ্রেস পার্টির ঝান্ডা তুলে দিই । এবং অভয়চড়ন বুথের বিজেপির মনোনীত প্রার্থী প্রাণেশ চন্দ্র রায় ছাড়াও ওই এলাকার দুটি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন।

পাশাপাশি সামাজিক দুরত্ব বজায় রেখে সভায় উপস্থিত সকলকে করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতার বার্তা প্রদান করা হয় এবং সভা শুরুর আগে এবং পরে হ‍্যান্ড স‍্যানিটাইজ করা হয়।