জাহাঙ্গীর আলম, মুর্শিদাবাদ:
করোনা সংক্রমণের থাবায় নাজেহাল রাজ্যে কয়েকদিন আগেই প্রাকৃতিক বিপর্যয় আম্ফানের হানায় বিধ্বস্ত হয় বাংলা। এমন পরিস্থিতিতে নানান সংকটের মধ্য দিয়ে দিন কাটাচ্ছে মানুষ। সে সময় পাশে দাড়িয়েছে তৃণমূল সরকার। বর্তমান পরিস্থিতিতে নিয়ে এদিন সাংবাদিক বৈঠক করেন মুর্শিদাবাদ জেলার ডোমকল বিধানসভা তৃণমূল কংগ্রেস।
কোভিড ১৯ ও আমফান বিপর্যয় মোকাবিলায় সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ডোমকল পৌরসভার পৌরপিতা জাফিকুল ইসলাম মহাশয় এবং ডোমকল টাউন তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট কামরুজ্জামান মন্ডল মহাশয় এবং ভাইস চেয়ারম্যান প্রদীপ কুমার চাকি ও দলনেতা আলম খান সহ সমস্ত ক্যাউন্সিলারগন।
এদিন, সাংবাদিক বৈঠকে ডোমকল পৌরসভার পৌরপিতা জাফিকুল ইসলাম এই সংকটকালীন পরিস্থিতিতে আট কোটি মানুষের কাছে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছে রাজ্যয সরকার বলেই জানান। পাশাপাশি তিনি বলেন, আগামী ছয় মাস এভাবেই তাদেরকে সাহায্য করা হবে। সাথে সাথে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য গর্ব বোধ করে প্রশংসাও করেন।
এদিন তিনি বলেন, মুখ্যমন্ত্রী চব্বিশ ঘণ্টা মানুষের সাথে আছে লড়াই করে চলছেন। কেন্দ্রীয় সরকার কোনও রকম নোটিশ না করেই লক ডাউন জারি করেন। কিভাবে পরিযায়ী শ্রমিক, ভিন রাজ্যে আটকে থাকা মানুষদের ফেরানো হবে সেসব না ভেবেই লক ডাউন ঘোষণা করেন। একদিকে রাজ্য বাসী বঞ্চনা করছেন কেন্দ্রীয় সরকার আর্থিক ভাবে আবার অন্যদিকে মুখ্যমন্ত্রীর নিজস্ব প্রচেষ্টায় ভিন রাজ্যে থাকা মানুষদের ফেরাচ্ছেন, তাঁদের যাতায়ত খরচ, বাড়ির খাদ্য সামগ্রী সবটাই মুখ্যমন্ত্রীর প্রচেষ্টা।
Social Plugin