আজকের
মুখ সংগীত শিল্পী
অর্নব বসু
কলমেঃ
শুভাশিস দাশ
উত্তরের
সংগীত অঙ্গনে ইতিমধ্যেই
উঠে আসা নাম অর্নব
বসু ।
শৈশব
থেকেই গান কে সাথী
করে বেড়ে উঠছে
। সাথে লেখা পড়াও
।
বাড়ির
পরিবেশ তাঁকে উঠতে
সাহায্য করছে ।
সব রকমের
গানেই তাঁর অবাধ
বিচরণ ।
বাবা
মা র উত্সাহ ওকে
বাড়তি ইন্ধন দেয়
বলে সে জানিয়েছে
।
গানের
পাঠ নেয়া সংগীত
শিল্পী অপূর্ব
অধিকারীর কাছে
।
নিয়মিত
চর্চার মধ্যে অনুশীলনে
ব্রতী অর্নব ভবিষৎতে
বড় শিল্পী হতে
চায় ।
তারুণ্যের
এক অনন্য ধারার
অর্নবের ইতি
মধ্যেই কটি গানের
অ্যালবাম বেরিয়ে
গেছে ।
এছাড়া
তাঁর নিজস্ব একটি
গানের চ্যানেল
আছে সুর নিয়ে
' sur niye ' ।
এই বয়সেই
পুরস্কারের ঝুলিতে
রয়েছে অনেক পুরস্কার
।
অর্নব
বসু তাঁর গানে
ভরিয়ে তুলুক আগামীর
দিনগুলো , ওঁর ইচ্ছে
পূরণ হোক এই কামনা
আমাদেরও ।
NAME
|
ARNAB BASU
|
AGE
|
18
|
CITY
|
DINHATA
|
FACEBOOK ID
|
Arnab Basu
|
YOUTUBE ID
|
Sur Niye
|
INSTAGRAM ID
|
arnab_basu
|
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊