The U.S. Geologic Survey said the quake hit at 10:29 a.m. (11:29 a.m. Eastern) along Mexico’s southern Pacific coast at a depth of 16 miles (26 km). The epicenter was 7 miles (12 km) south-southwest of Santa Maria Zapotitlan in Oaxaca state.
প্রথমে ৭.৪ তীব্রতার শক্তিশালী ভূমিকম্প। তার পরের ২৪-ঘণ্টা ধরে ১৪০টি "আফটারশক"।
মঙ্গলবার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে দক্ষিণ মেক্সিকো। দক্ষিণ মেক্সিকোর ওয়াক্সাকা প্রদেশের হুয়াতুলকো শহরে এদিন এক শক্তিশালী কম্পন হয়। প্রথমে ৭.৪ তীব্রতার শক্তিশালী ভূমিকম্পে কেপে ওঠে, এরপর ২৪ ঘণ্টা ধরে ১৪০টি 'আফটারশক'।
স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ৫ জন মারা গিয়েছেন। কম্পনের তীব্রতায় বেশি বলে প্রচুর বাড়ি ভয়ঙ্করভাবে দুলতে শুরু করে। আতঙ্কে হাজার হাজার মানুষ নিমেষেই রাস্তায় নেমে আসেন প্রাণ বাঁচাতে।
দেশের প্রেসিডেন্ট আন্দ্রে মানুয়েল লোপেজ ওব্রাদোর বলেন, কয়েকটি জায়গায় অল্প ক্ষয়ক্ষতি হয়েছে।
মার্কিন ভূতত্ত্ববিদেরা জানাচ্ছে, স্থানীয় সময় সকাল সাড়ে ১০টা নাগাদ মেক্সিকোর দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় উপকূলে প্রথম কম্পনটি অনুভূত হয়। জানা গিয়েছে, কম্পনের উৎসস্থল ভূতল থেকে ২৬ কিলোমিটার গভীরে সান্তা মারিয়া থেকে ১২ কিমি দক্ষিণ-দক্ষিণ-পশ্চিমে।
কম্পনের তীব্রতা এতটাই ছিল যে তা গুয়াতেমালা থেকেও অনুভূত হয়।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊