Latest News

6/recent/ticker-posts

Ad Code

মমতার কথা শুনবেন না মোদি?


করোনা আবহের পরিস্থিতি নিয়ে ১৬ ও ১৭ ই জুন দেশের রাজ্য/ কেন্দ্র শাসিত অঞ্চলগুলির মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১৬, ১৭ জুন মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্সে এই বৈঠক হবে। 


বক্তার তালিকায় পঞ্জাব, বিহার, ত্রিপুরার মুখ্যমন্ত্রী। বক্তার তালিকায় নাম নেই বাংলার। এখন পর্যন্ত বক্তার তালিকায় পশ্চিমবঙ্গের নাম নেই। যদিও একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম রয়েছে এদিনের মিটিং-য়ের বক্তব্য পেশ করার জন্য।

১৭ই জুন যেসকল রাজ্য/ কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রীদের সাথে বৈঠক মোদীর - 

  • মহারাষ্ট্র 
  • তামিলনাড়ু 
  • দিল্লী 
  • গুজরাট 
  • পশ্চিমবঙ্গ 
  • রাজস্থান 
  • উত্তরপ্রদেশ 
  • মধ্যপ্রদেশ
  • কর্ণাটক 
  • বিহার 
  • অন্ধ্রপ্রদেশ
  • হরিয়ানা
  • মধ্যপ্রদেশ 
  • জম্মু ও কাশ্মীর 
  • ওড়িশ্যা 
  • তেলেঙ্গনা

Ad Code