সুরশ্রী রায় চৌধুরীঃ 

বাঁকুড়া জেলার বিষ্ণু পুরের লায়েক বাঁধ গ্রাম পঞ্চায়েতের লক্ষ্যা শোল শাল বাগানে পঙ্গপাল এসে ঘাঁটি গেড়েছে এই খবরে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে বাঁকুড়া জেলা ও বিষ্ণুপুরের কৃষক দের মধ্যে। যদিও এগুলি পঙ্গপাল ই কিনা তা কেও নিশ্চিত ভাবে বলতে পারছেন না। 

তবে স্থানীয় কয়েজন মানুষ পতঙ্গ গুলিকে বিকেলে জঙ্গলে গিয়ে দেখেন ও চমকে জান। জঙ্গলের অধিকাংশ শাল পাতার ওপর আক্রমণ করেছে এই পতঙ্গরা। 

বিষ্ণুপুর ব্লকের পঞ্চায়েত সমিতির সদস্য মহাদেব মাল বলেন, এই এলাকার মানুষ,করোনা আতঙ্ক, আম ফান ও কালবৈশাখীর আতঙ্কে দিন কাটাচ্ছে, তারপর এগুলো যদি পঙ্গপাল হয় তাহলে আরো বিপদ। তাই বিশেষজ্ঞ দের এই পতঙ্গ সম্পর্কে খোঁজ নিতে ও পরামর্শ দেওয়ার দিকে দৃষ্টি দিতে অনুরোধ করছি। স্থানীয় এক আদিবাসী জানান, কাল বৈশাখী, আম ফানের পর যদি পঙ্গপাল হয় তাহলে আমাদের ভীষণ ক্ষতি হবে কারণ এটা কৃষি প্রধান এলাকা। যদিও বিষ্ণুপুরের ডি,এফ,ও ফোন মারফত জানান - তিনি বিষয়টি খতিয়ে দেখছেন।