করোনা সংক্রমণের জেরে জেরাবার দেশ। সংক্রমণ রুখতে জারি লক ডাউনে ঘরবন্দি মানুষ। উপার্জন বন্ধ, সঞ্চিত অর্থ শেষের পথে কারও বা শেষ হয়েই গেছে। এমন পরিস্থিতিতে অসহায়, দুঃস্থ পরিবার গুলি ভর করে বাঁচতে পারে সরকারের সহায়তায়। আর এই পথরেই সওয়াল করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমটা বন্দ্যোপাধ্যায়। 

কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের আগে পিএম কেয়ার ফান্ড থেকে পরিযায়ী শ্রমিকদের টাকা দেওয়ার আবেদন জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

প্রত্যেক পরিযায়ী শ্রমিকের অ্যাকাউন্টে দেওয়া হোক ১০ হাজার টাকা করে হোক বলে জানাচ্ছেন মমতা। অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের, হকারদের অ্যাকাউন্টেও দেওয়া হোক ১০ হাজার টাকা করে, আবেদন মুখ্যমন্ত্রীর।