করোনার ভয়াল থাবায় কুপোকাত বিশ্ব। করোনা থেকে রেহাই পেতে কী না করছেন এক শ্রেণির মানুষ! ভয়ের চোটে যেকোনো ওষুধ কেউ বললেই তাঁর ব্যবহার করছেন। সাবধান, এ ভুল করবেন না।
নব্বই শতাংশের ওপর শিক্ষিত মানুষের বাসস্থান কেরলে ভয়ের চোটে একজন কী এক গাছগাছড়ার রস খেয়েছিলেন, ফলে লিভারের বারোটা বেজেছে তাঁর। লিভারের পরিস্থিতি দেখে চিকিৎসকদের মাথায় হাত।
বিষয়টি টুইটারে জানিয়েছেন বরুণ চেরুপারামবাথ নামে জনৈক কার্ডিওলজিস্ট। এর্নাকুলামের মেডিক্যাল ট্রাস্ট হাসপাতালে কর্মরত এই চিকিৎসক বলেছেন, করোনা রুখতে ভেষজ কিছু পানীয় খাওয়া ওই ব্যক্তির লিভারের অবস্থা অত্যন্ত শোচনীয় হয়ে পড়েছে। অথচ আগে তাঁর লিভারের কোনও সমস্যাই ছিল না। ওই পানীয় খাওয়ার পর এখন ভেন্টিলেশনে রয়েছেন তিনি।
Please, do not take unproven mixture that make tall but bogus claims. False advertising is rampant and it is damaging people's health. Herbal remedies are not "harmless" and "natural" as my friend @drabbyphilips will attest.
— Varun (@drcheruvarun) June 16, 2020
মুড়িমুড়কির মত ছড়াচ্ছে মিথ্যে বিজ্ঞাপন। গ্রামগঞ্জে বিভিন্ন মানুষ এই সংকট কালে নিজের আখের গোছাতে করোনা নিরাময়ে নানান কথা বলছে এমনকি ভেষজ উদ্ভিদ বা অন্য কোনও উপায়ের কথা বলছে। চিকিৎসকরা জানাচ্ছে, অনুমোদন না পাওয়া কোনও ওষুধই করোনা ঠেকাতে পারে মনে করে ইচ্ছেমত খেয়ে ফেলবেন না।
চিকিৎসকরা বারবার বলছেন, করোনার এখনও কোনও ওষুধ বার হয়নি। বারবার হাত পরিষ্কার করুন, শারীরিক দূরত্ব বজায় রাখুন, বাইরে যেতে হলে মাস্ক পরুন। লকডাউনের কড়াকড়ি এখন ধীরে ধীরে তুলে নেওয়া হচ্ছে ঠিকই কিন্তু করোনা সংক্রমণের আশঙ্কা কমেনি একটুও।
কেরলেরই কিছু চিকিৎসক গবেষণা করে দেখেছেন, এ ধরনের অল্টারনেটিভ মেডিসিন মূলত প্রচলিত চিন ও ভারতে। এর ব্যবহারের ফলে লিভার ড্যামেজের আশঙ্কা, হতে পারে লিভার ফেলিওরও। মূলত দরিদ্র মানুষেরা এই কাজ করছেন। আর, লিভার সংক্রান্ত অসুখের জেরে এঁদের মধ্যে মৃত্যুর হার অত্যন্ত বেশি। শুধু লিভারই নয়, এ ধরনের পানীয় কিডনির ওপরেও মারাত্মক খারাপ প্রভাব পড়তে পারে বলে চিকিৎসকরা জানিয়েছেন। কিডনির সমস্যায় প্রচলিত ওষুধ খেয়ে অবস্থার উন্নতি হওয়ার পর সেই চিকিৎসা বন্ধ করে দিয়ে অনেকে ঝুঁকছেন অপ্রচলিত ভেষজ পানীয়ের প্রতি, তা কিডনির অবস্থা আরও জটিল করে তুলছে।
করোনা অতিমারী শুরু হওয়ার পর ভয়ের চোটে অনেকেই নানা মিশ্রণ খেয়ে ফেলছেন যা করোনা সারাতে পারে বা রুখতে পারে এমন কোনও প্রমাণ নেই, দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান থেকে অনুমোদিতও নয়। এমন ভুল করেই করোনা সাড়াতে গিয়ে ফাঁসছে লিভার, কিডনির মতো সমস্যায়।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊