করোনা সংক্রমণের জেরে মার্চ মাসের মাঝামাঝি সময়ে স্থগিত হয়ে পরীক্ষা গুলি আগামী জুলাই মাসে পুনরায় নেওয়ার ব্যাপারে বিজ্ঞপ্তি দিয়েছিল CBSE, ICSE বা বিভিন্ন রাজ্য বোর্ড। যদিও এরপরই অভিভাবকদের একাংশ পরীক্ষার্থীদের সুরক্ষার প্রশ্ন তুলে পরীক্ষা বাতিল করার আবেদন জানান। মহারাষ্ট্রের কিছু অভিভাবক ICSE বোর্ডের পরীক্ষা বাবস্থা পরিবর্তনের বিষয়ে বোম্বে হাইকোর্টে মামলাও করেন। এই পরিস্থিতিতেই ICSE ও  ISC বোর্ড পরীক্ষার বিষয়ে অভিভাবকদের দুটি প্রস্তাব দেয় যার মধ্যে থেকে যেকোনো একটি মেনে নিয়ে বোর্ডকে জানাতে হবে। 

সোমবার বোর্ডের তরফে অভিভাবকদের কাছে দুটি প্রস্তাব দেওয়া হয়েছে। প্রথমত, মে মাসের প্রকাশিত সূচি অনুযায়ী পরীক্ষার্থীরা জুলাই মাসের নির্ধারিত দিনে নির্ধারিত স্কুলে গিয়ে পরীক্ষা দিতে পারবে। দ্বিতীয়ত, স্কুলে এসে পরীক্ষা না দিয়ে ওই বিষয়গুলির ইন্টার্নাল অ্যাসেসমেন্ট বা প্রি-বোর্ড পরীক্ষায় পাওয়া নম্বরের ভিত্তিতে চূড়ান্ত নম্বর দেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে বোর্ডের চিফ এগজিকিউটিভ অফিসার জেরি আরাথুন বলেছেন, আগামী ২২ জুনের মধ্যে অভিভাবকদের লিখিত আকারে স্কুলের কাছে কী ভাবে ছাত্রছাত্রীরা পরীক্ষা দিতে চান তা জানাতে হবে। অভিভাবকদের সিদ্ধান্ত জানার পরই বোর্ড পরীক্ষা বিষয়ে চূড়ান্ত ব্যবস্থা গ্রহণ করবে।