করোনা আবহের জেরে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন স্থগিত হয়ে যায় পরীক্ষা। করোনা সংক্রমণের রুখতে প্রধান উপায় সামাজিক দূরত্ব বজায় রাখতেই দেশ জুড়ে জারি লক ডাউনে স্থগিত হয় উচ্চ মাধ্যমিকের তিনদিনের পরীক্ষা।

এর আগে রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ২৯শে জুন থেকে উচ্চ মাধ্যমিকের স্থগিত পরীক্ষা গুলো নেওয়ার কথা জানালেও আজ পুনরায় সেই তারিখ পিছিয়ে দিল স্বয়ং শিক্ষামন্ত্রীই। ৩০ শে জুন পর্যন্ত কনটেনমেন্ট জোনে লকডাউন ঘোষণা হওয়ার পর সূচিতে বদল করা হয়| এছাড়াও আম্ফানের তাণ্ডবের জন্য পরীক্ষাকেন্দ্র বদলের জন্যও এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী| আগামী ২রা জুলাই থেকে আরম্ভ হচ্ছে উচ্চ মাধ্যমিকের সেই পরীক্ষা। 

ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হাইয়ার সেকেন্ডারি এডুকেশন এর তরফে শিক্ষামন্ত্রীর ঘোষণা অনুযায়ী স্থগিত তিনটি পরীক্ষার সূচি ঘোষণা করেছে। 

দেখে নিন সূচি-
  • ২রা জুলাই, ২০২০- শিক্ষা বিজ্ঞান/ পদার্থবিদ্যা/ পুষ্টিবিদ্যা/ অ্যাকাউন্টেন্সি
  • ৬ই জুলাই, ২০২০ - সংস্কৃত/ রসায়ন/ অর্থনীতি/ পার্সিয়ান/ আরবি/ ফ্রেন্স/ জার্নালিজম ও মাস কমিউনিকেশন
  • ৮ই জুলাই, ২০২০ - ভূগোল/ স্ট্যাটিসটিকস, ভূগোল, কস্টিং এবং ট্যাক্সেসন, হোম ম্যানেজমেন্ট এবং ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্টের।