Latest News

6/recent/ticker-posts

Ad Code

সন্তানসম্ভবা স্ত্রী নাতাশা, বাবা হওয়ার সুখবর দিলেন হার্দিক নিজেই


১ জানুয়ারি ২০২০ তেই সার্বিয়ান মডেল নাতাশার সঙ্গে বাগদান করেন ভারতীয় ক্রিকেটার হার্দিক৷ দুবাইয়ে ছুটি কাটাতে গিয়ে নাতাশার সামনে হাঁটু গেড়ে বসে আংটি পরিয়ে দিয়েছিলেন হার্দিক৷ সেই ছবি সোশ্যাল মিডিয়াতে আসতেই ভাইরালও হয়ে গিয়েছিল৷ তারপর থেকে নাতাশার সঙ্গে লিভ ইন করছিলেন তারকা অলরাউন্ডার। রবিবার তাঁর বাবা হওয়ার সুখবরটা দিলেন হার্দিক নিজেই ।

ইন্সটাগ্রামে নাতাশা ও তাঁর ছবি শেয়ার জানালেন সেই সুখবর। ভারতীয় দলের অলরাউন্ডার সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করলেন, ছিমছাম ঘরোয়া অনুষ্ঠানে বান্ধবী নাতাশা স্তাঙ্কোভিচকে বিয়ে করেছেন তিনি। ‘বেবি বাম্পে’র ছবি শেয়ার করেছেন হার্দিক।  

ইন্সটাগ্রামে তিনি লিখেছেন, ‘নাতাশা ও আমার এই প্রেমের সফরটা খুবই আনন্দময় ও সুখের৷ আর এবার তো এই সফরটা আরও রঙিন হতে চলেছে৷ আমাদের জীবনে আসতে চলেছে নতুন সদস্য৷ আমি আর নাতাশা দু’জনেই খুব উত্তেজিত নতুন জীবনে পা রাখার জন্য৷ আপনাদের সবার আশীর্বাদ চাই...।’

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code