ফোবর্স ২০২০ এর ১০০ সেরা উপার্জনশীল তালিকায় অক্ষয় একমাত্র ভারতীয়। গত বছরেও ফোবর্স-এর তালিকায় ছিল অক্ষয়। যদিও গতবারের থেকে কমেছে তাঁর র্যাঙ্ক। গতবার অক্ষয় ছিলেন ৩৩ নম্বরে, তিনি উপার্জন করেন সাড়ে ৬ কোটি মার্কিন ডলার। এবার উপার্জন কমে দাঁড়িয়েছে ৪ কোটি ৮৫ লক্ষ ডলার, র্যাঙ্কিং কমে হয়েছে ৫২। মনে করা হচ্ছে লক ডাউনের জেরেই তাঁর উপার্জনে ভাটা পড়েছে।
ফোর্বস অক্ষয়কে বলিউডের সব থেকে রোজগেরে তারকা ও দেশের শ্রেষ্ঠ দানশীল সেলিব্রিটি হিসেবে ব্যাখা করেছেন। অক্ষয় করোনাভাইরাস ত্রাণে সাড়ে ৪০ লক্ষ মার্কিন ডলার দান করেছেন। তাঁর প্রথম ওয়েব সিরিজ দি এন্ড ও আগামী দুটি ছবি বচ্চন পাণ্ডে এবং বেল বটম-এর উল্লেখ করেছে ফোবর্স।
এছাড়াও, স্মিথের র্যাঙ্ক ৬৯, অ্যাঞ্জেলিনা রয়েছেন ৯৯-তে। এ ছাড়া পপ গায়িকা রিহানা ৬০, কেটি পেরি ৮৬, লেডি গাগা ৮৭, জেনিফার লোপেজের ৫৬। এদের থেকেও এগিয়ে অক্ষয়।
এ বছর ফোর্বস তালিকায় প্রথমে আছেন মডেল-শিল্পপতি কাইলি জেনার, তাঁর উপার্জন ৫৯০ মিলিয়ন ডলার। এরপরে র্যাপার ক্যানিয়ে ওয়েস্ট, রজার ফেডেরার, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও লায়োনেল মেসি।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊