Latest News

6/recent/ticker-posts

Ad Code

প্রথম দিনেই সুপারহিট , উদয়ন চক্রবর্তী রচিত ও নির্দেশিত শর্ট ফিল্ম "অপেক্ষা"



অপেক্ষা এর অপেক্ষায় ছিলো অনেকেই তা জানা গেল গত শুক্রবার রিলিজ হবার পরেই।  উদয়ন চক্রবর্তী রচিত ও পরিচালিত ছবি "অপেক্ষা" সারা ফেলে দিয়েছে দর্শকমহলে প্রথম দিনই পাঁচ হাজার দর্শকের মন জয় করেছে এই শর্ট ফিল্ম। ঘন্টার ঘন্টায় দর্শকের কাছে প্রশংসা আর ভালোবাসা কুড়োচ্ছে এই ছবি। 

ছবিটির কহিনী, এডিটিং ও বিষয়বস্তু সকেলর কাছে কতটা ভালো তা ভিউসরাই সংখ্যায় বেশি বলছে,উদয়ন বাবু জানান দর্শকের ভালোবাসা থাকলে আরও ভালো কাজ করব।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code