দিন দিন ভয়ঙ্কর রুপ ধারন করছে করোনা। বাড়ছে যেমন সংক্রমণ তেমনই বাড়ছে মৃত্যুও।এমন পরিস্থিতিতে বাইরের রাজ্য থেকে রোগী দিল্লীতে চিকিৎসার জন্য গেলে স্থানীয়দের চিকিৎসা পরিষেবায় সমস্যা হতে পারে এই কথা মাথায় রেখেই পাঁচ চিকিৎসককে নিয়ে গঠিত দিল্লি সরকারের বিশেষ কমিটির পরামর্শে দিল্লিবাসীর জন্য বেড সংরক্ষিত করার সিদ্ধান্ত নিল। 

দিল্লির সরকারি হাসপাতালগুলি সংরক্ষিত থাকবে শুধুমাত্র রাজধানীর নাগরিকদের জন্যই এ নিয়ে গত সপ্তাহেই দিল্লিবাসীর মতামত নিয়েই রবিবার সাংবাদিক বৈঠক করে তা স্পষ্ট জানিয়ে দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল। ৯০ শতাংশের সমর্থন পাওয়ার পরই তাঁরা এমন সিদ্ধান্ত কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন কেজরীওয়াল।

সোমবার থেকে সীমানা খুলে দিচ্ছে দিল্লী সরকার। এ দিন কেজরীওয়াল বলেন, ‘‘দিল্লি সরকারের হাতে যে ১০ হাজার বেড রয়েছে, তা স্থানীয়দের জন্য সংরক্ষিত করার সিদ্ধান্ত নিয়েছি আমরা। তবে কেন্দ্রীয় সরকারের অধীনে যে সমস্ত বেড রয়েছে, সেগুলি সকলের জন্যই উপলব্ধ হবে।’’

এনিয়ে তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছে কেজরীওয়ালের সরকারকে। কেজরীওয়ালের যুক্তি, ‘‘এই মুহূর্তে আমাদের হাতে ন’হাজার বেড রয়েছে। ভিন রাজ্যের রোগীদের ভর্তি নিলে, তিন দিনেই তা ভরে যাবে।’’