Latest News

6/recent/ticker-posts

Ad Code

রথযাত্রার পূণ্যলগ্নে সবুজায়নের উদ্যোগ কোচবিহার পুলিশের


পরিবেশ আমাদের কতটা উপকারি সবাই জানি। গাছ আমাদের পরম বন্ধু। গাছ আমাদের বাঁচার জন্য খাদ্য, অক্সিজেন সরবরাহ করে। পাশাপশি, ঔষধ থেকে আসবাবপত্র সহ একাধিক কাজে গাছ আমাদের নিঃস্বার্থে সাহায্য করে আসে। প্রতি বছরেই প্রাকৃতিক দুর্যোগ সহ একাধিক মনুষ্য কর্মে গাছ নষ্ট হয়ে যায়, ভেঙে যায়। ঠিক এবছরেও ঘূর্ণিঝড় আম্ফানের তাণ্ডবে বাংলার জুড়ে নষ্ট হয়েছে প্রচুর গাছ। তাই নুতন করে বৃক্ষরোপন সকলেরই কর্তব্য। 

আজ কোচবিহার পুলিশের উদ্যোগে রথযাত্রার পূণ্য দিনে সবুজায়নের উদ্যোগ নিয়েছে। এদিন পুলিশের তরফে পুলিশ লাইন ও পুলিশ হাসপাতালে বৃক্ষরোপণ করা হয়। 

আজ রথযাত্রার পূণ্য প্রভাতে অনেক মানুষ তাদের হারিয়ে যাওয়া মোবাইল ফেরত পান কোচবিহার জেলা পুলিশ লাইনে। সকল মোবাইল প্রাপক জেলা পুলিশের সাথে বৃক্ষরোপণে হাত লাগান। পুলিশ লাইন ও পুলিশ হাসপাতালে প্রত্যেকে চারাগাছ লাগিয়ে সবুজায়নের অঙ্গীকার করেন। পুলিশি সক্রিয়তার কারণে মোবাইল ফিরে পেয়ে যেমন সকলে ধন্যবাদ জানান পাশাপাশি বৃক্ষরোপণের এই মহান উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সকলে । 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code