Latest News

6/recent/ticker-posts

Ad Code

বিজেপি টিচার সেলের রক্তদান শিবিরের মাধ্যমে শ্যামা প্রসাদ মুখোপাধ্যায়কে শ্রদ্ধা


অভিজিৎ দাস, কোচবিহার :

প্রতি বছর এর ন্যায় এই বছরও কোচবিহার জেলা বি জে পি টিচার সেল কোচবিহার জেলা বি জে পি কার্যালয়ে রক্ত দান শিবিরের মাধ্যমে স্বগীর্য় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আত্মবলিদান দিবস উদযাপন করা হল l

জেলা বি জে পি টিচার সেল এর কনভেনার বিনয় সরকার মহাশয় বলেন- প্রায় 50ইউনিট রক্ত তারা ব্লাড ব্যাংকের হাতে তুলে দিতে সক্ষম হয়েছেনএবং প্রয়াস চালিয়ে যাবেন যাতে পরবর্তী দিনে আরও বেশি সংখ্যক রক্ত তারা দিতে পারেন। আরও বলেন-সাড়া বিশ্বের সাথে সাথে ভারতবর্ষের মধ্যেও কোভিড়-19 এর প্রভাবে তাদের অনেক টিচার আসতে সক্ষম হয়নি। 

তবুও তারা সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য বিধি মেনে এই সংকটের দিনেও প্রায় 50ইউনিট রক্ত দিতে পেরে অত্যন্ত আনন্দিত এবং কোচবিহার জেলার সমস্ত শিক্ষককে ধন্যবাদ জানিয়েছেন এই দুঃসময়ে পাশে থাকার জন্য।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code