রিলিফ এন্ড পাবলিক ওয়েলফেয়ার সোসাইটি কোচবিহারের পক্ষ থেকে আজ মালতি গুড়ি প্রাথমিক স্কুলে একটি কমিউনিটি কিচেনের আয়োজন করা হয়। রাজারহাট অঞ্চলের যাত্রাপুর গ্রামে তোরসা নদীর পাড়ে গরীব দুঃস্থ করোনা সঙ্কটে কাজ হারানো মানুষদের হাতে রান্না করা খাবার তুলে দেয়া হয়। 

পাশাপাশি, এলাকার বাড়িগুলোতে মহিলাদের জন্য সেনিটারি ন্যাপকিন, ডিটারজেন্ট , সাবান, মাস্ক দিয়ে করোনা মোকাবিলায় স্বাস্থ্যবিধি মেনে চলতে সচেতনতা করা হয়। আজকে এই কমিউনিটি কিচেনে ৪৫২ জনের হাতে খাবার পৌঁছে দেওয়া হয়। উপস্থিত ছিলেন সোসাইটির উপদেষ্টা প্রভাত রায়, রাখি কাঞ্জিলাল, সম্পাদক অমিত চক্রবর্তী সহ বিশিষ্টজনেরা । 

সোসাইটির পক্ষে রাখি কাঞ্জিলাল বলেন, আমরা মানুষের সহযোগিতা নিয়ে এই দুঃস্থ মানুষদের পাশে দাঁড়িয়েছে । আগামী দিনে এই প্রচেষ্টাকে এগিয়ে নিয়ে যেতে সকলের কাছে রিলিফ এন্ড পাবলিক ওয়েলফেয়ার সোসাইটিতে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আবেদন করছি।