SER-23,বাঁকুড়া, ৩০ জুন:
ভারতের ইতিহাসে আজকের দিনটি এক বিশেষ তাৎতপর্যপূর্ণ দিন । ১৮৫৫ সালের ৩০শে জুন আজকের দিনেই , বৃটিশ সরকারের তীব্র শোষণের বিরুদ্ধে গর্জে উঠেছিল আদিবাসী সম্প্রদায়ের মানুষরা। আজকের দিনেই তৎকালীন বিহারের ভাগলপুর জেলার ভাগ্নাডিহীর মাঠে সমবেত হয় হাজার হাজার সাওতাল উপজাতির মানুষ । উদ্দেশ্য ছিল একটায়, বৃটিশদের দেশছাড়া করতে হবে । শেষ পর্যন্ত বর্শা, তীর- ধনুক হাতে বৃটিশদের সঙ্গে বাঁধলো বিদ্রোহ । শহীদ হলেন সিধু, কানু, বিরসামুন্ডা সহ অসংখ্য আদিবাসী মানুষ । আর এই বীর শহীদদের স্মৃতির উদ্দেশ্যেই আজকের দিনটি পালিত হয় হুল দিবস হিসেবে ।

স্বভাবতই এই হুল দিবস পালন করা থেকে বাদ গেল না বাঁকুড়া জেলা । আজ বাঁকুড়া জেলা প্রশাসন ও জেলা পরিষদের তত্ত্বাবধানে আদিবাসী উন্নয়ন দপ্তর ও অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতরের সহযোগিতায় বাঁকুড়ার ছাতনা অডিটোরিয়াম হলে প্রদীপ জ্বালিয়ে এবং ধামসা মাদলের ছন্দে বিশেষ মর্যদার সঙ্গে পালিত হল আজকের এই দিনটি । 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি মৃত্যুঞ্জয় মুর্মু, বাঁকুড়া জেলা পরিষদের সহকারী সভাধিপতি শুভাশিস ব্যটব্যালসহ প্রমুখ ব্যাক্তিবর্গারা ।