১৫ই জুন গভীর রাতে ভারত-চীন সীমান্তের পূর্ব লাদাখের গালওয়ানে ভারত ও চীনের মুখোমুখি সংঘর্ষে ২০জন ভারতীয় জওয়ান শহীদ হন। অন্তত ৭৬ জন সেনা আহত অবস্থঅয় হাসপাতালে ভর্তি বলেও জানা গিয়েছে। এরপরেই শুক্রবার সর্বদলীয় বৈঠক ডাকেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

চিনের কাছে এক ইঞ্চিও জমি হারায়নি ভারত। শুক্রবার এমনটাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সর্বদল বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন,‘চিন আমাদের সীমান্ত পেরোতে পারেনি।চিন আমাদের কোনও সেনা চৌকিও দখল করতে পারেনি। ২০জন সেনা শহিদ হয়েছেন। কিন্তু যারা ভারত মাতাকে ভয় দেখানোর চেষ্টা করেছিল, তাদের উচিত শিক্ষা দেওয়া হয়েছে।’ এ মন্তব্য নিয়ে বিতর্ক ঘনিয়েছে ভারতীয় রাজনীতিতে। একে একে রাহুল গান্ধী, মহুয়া মৈত্র আক্রমণ করেছেন মোদীকে। 

এদিকে, গালওয়ানে আত্মত্যাগ বৃথা যাবে না। যে কোনও পরিস্থিতির জন্য তৈরি। যোগ্য জবাব দিতে প্রস্তুত।' চিনকে হুঁশিয়ারি দিলেন বায়ুসেনার প্রধান এয়ার মার্শাল আর কে এস ভাদাউরিয়া। 

হায়দরাবাদে এয়ারফোর্স অ্যাকাডেমির এক অনুষ্ঠানে বায়ুসেনা প্রধান জানান, ‘চিনা সন্ত্রাসের প্রত্যুত্তর দিতে আমরা প্রস্তুত। যে কোনও জরুরি অবস্থার জন্য তৈরি সেনা। গালওয়ানে ভারতীয় সেনার আত্মত্যাগ বৃথা যাবে না।’

বায়ুসেনা প্রধান এদিন আরও বলেন, ‘প্রকৃত নিয়ন্ত্রণরেখায় যা হচ্ছে, এটা তার একটা ছোট ছবি, কম সময়ের মধ্যে আমরা কী করতে পারি এটা তার প্রমাণ’।