সুজাতা ঘোষ ,বাগডোগরা : 

চীন দ্রব্য বর্জনের ডাক যেনো ক্রমেই তীব্রতর হচ্ছে। সম্প্রতি লাদাখে ভারতীয় জওয়ানদের হত্যার পর দেশের বিভিন্ন প্রান্তে সেই ডাক যেন আরো শক্তিশালী হচ্ছে। বিভিন্ন জায়গায় প্রতিবাদ মিছিলের পাশাপাশি চীনের দ্রব্য বর্জনের ডাক দিয়েছেন ভারতের ব্যবসায়ী সমিতিগুলিও। শিলিগুড়ি বাগডোগরার এয়ারপোর্ট মোড় বিদেশী দ্রব্য বিশেষ করে চীনা পন্যের একটা বিশাল বড় মার্কেট । আজ সেই মার্কেটের ব্যবসায়ীরা শহীদ ভারতীয় জওয়ানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের সাথে সাথে চীনের সামগ্রীও পুড়িয়ে ফেলেন তারা। পাশাপাশি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ছবিতে জুতো খুলে মুখে মেরে নিজেদের ক্ষোভ প্রকাশ করেন। বাগডোগরার একজন ব্যবসায়ী বাবু সরকার জানান, "আমাদের কাছ থেকেই উপার্জন করে তাদের দেশে চলে, আবার আমাদেরই পিঠপিছে আমাদের জওয়ানদের হত্যা করছে। এইসব মন থেকে মেনে নিতে পারছিনা। তাই আমরা চিনা সামগ্রী বয়কট করছি ।" ব্যবসায়ীরা জানিয়েছেন এরপর থেকে স্বদেশী জিনিসই বিক্রি করবেন তারা