৫ই জুন বিশ্ব পরিবেশ দিবসে সবুজায়নে অংশগ্রহণ করলো আলিপুরদুয়ার সপ্তপর্ণী'স কারাতে অ্যাকাডেমি। একদিকে যখন সারা বিশ্ব করোনায় কুপোকাত তখনও মানুষ ভোলেনি যতই মহামারি আসুক যতই আসুক প্রকৃতির বিপর্যয় মানুষকে বাঁচতে হলে, বুক ভরা শ্বাস নিতে হলে একমাত্র সবুজায়ন করাটা প্রয়োজনীয়। 

এদিন, আলিপুরদুয়ার সপ্তপর্ণী'স কারাতে অ্যাকাডেমির পক্ষ থেকে বৃক্ষ রোপণের মাধ্যমে নিজেদের পরিবেশের সাথে একাত্ম করেছে অ্যাকাডেমির সকল শিক্ষার্থী ও প্রশিক্ষক। কারাতে শিক্ষার্থীরা নিজেদের আত্মরক্ষার সাথে সাথে পরিবেশ রক্ষাতেও সমান ভূমিকায় অগ্রণী তা প্রমান করে দিল তাঁরা। শিক্ষার্থীরা কেউ কেউ পেঁপে চারা, কেউ কেউ ধুতুরা চারা, কেউবা ময়না, লিলাক রোপণ করে।