লাদাখে চিনের সঙ্গে সংঘর্ষের পরেই লাদাখের যোগাযোগ ব্যবস্থা উন্নত করার পথে হেঁটেছে কেন্দ্র। জোর কদমে চলছে রাস্তা নির্মাণের কাজ। জম্মু কাশ্মীর ও উত্তরাখণ্ডে সড়ক তৈরির জন্য কেন্দ্রীয় সরকার ২০২০-২১-এর জন্য অতিরিক্ত ১,৬৯১ কোটি টাকা বরাদ্দ করল। বর্ডার রোডস অর্গানাইজেশন বা বিআরও তৈরি করছে এই রাস্তা।  

জানা গেছে, এই টাকার মধ্যে ১,৩৫১.১০ কোটি জম্মু কাশ্মীরের সীমান্ত এলাকায় বিআরও-র রাস্তা তৈরির জন্য বরাদ্দ হয়েছে। উত্তরাখণ্ডে জাতীয় সড়ক নির্মাণের জন্য বরাদ্দ হয়েছে ৩৪০ কোটি টাকা। এছাড়া রাজ্য পূর্ত দফতরের আওতায় জম্মু কাশ্মীর, লাদাখ, সিকিম ও তামিলনাড়ুতে রাস্তার কাজের জন্য বরাদ্দ হয়েছে অতিরিক্ত ৭১ কোটি টাকা। ট্রাইবাল সাব-প্ল্যান বা টিএসপি-র আওতায় নাগাল্যান্ডে সড়ক নির্মাণের জন্য টাকার বরাদ্দ বাড়িয়ে ১,৯৫৫ কোটি করা হয়েছে। আগে এ জন্য বরাদ্দ হয় ১,০৮১ কোটি টাকা।

কেন্দ্রীয় সরকার আওতাধীন সংস্থা এনএইচআইডিসিএল জাতীয় সড়ক নির্মাণ, রক্ষণাবেক্ষণ ও উন্নয়নের কাজ করছে। 

কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে, বিশেষ করে প্রতিবেশী দেশগুলির সঙ্গে যে সব এলাকায় আন্তর্জাতিক সীমান্ত রয়েছে সেই এলাকার রাস্তা তৈরির দায়িত্ব পেয়েছে তারা। সব বাধা উপেক্ষা করে জোর কদমে চলছে রাস্তা নির্মাণ।