ভারত চীন সীমান্ত উত্তেজনার মধ্যে আজ সকালে তিনদিনের জন্য মস্কোর উদ্দেশ্য রওনা দিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং l
সোভিয়েত রাশিয়ার ৭৫ তম জয় দিবসের উৎযাপনের আয়োজনে আমন্ত্রিত প্রতিরক্ষা মন্ত্রী l প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে রাজনাথ সিং এর প্রথম রাশিয়া যাত্রা l
ভারত চীন উত্তেজনার মধ্যে এটি একটি গুরুত্বপূর্ণ সফর বলে মনে করছেন বিশেষজ্ঞরা l এই আয়োজনে ৭৫ জন ভারতীয় সেনা প্যারেডে অংশগ্রহণ করবে l
রাজনাথ সিং এর এই রুশ সফরে রুশ প্রতিরক্ষা মন্ত্রী সার্গেই সিগণ (Sergey Shoign) সঙ্গে বৈঠক রয়েছে বলেও জানা গেছে l
দুই প্রতিরক্ষা মন্ত্রীর বৈঠকের মূল আলোচনা হতে চলেছে ভারত চীন সীমা উত্তেজনা l রাশিয়া ভারত এর সম্পর্ক বন্ধুত্বপূর্ণ বহু যুগ ধরে, ভারতে আধুনিক সামরিক অস্ত্র জোগানে রাশিয়া বিশেষ ভূমিকা পালন করে l
২০১৮ সালে ভারত রাশিয়া আন্টি মিসাইল S400 সরবরাহের চুক্তি হয়ে ছিল, এই S400 অতি সত্ত্বর যাতে ভারতে পাঠানো হয় এই নিয়েও আলোচনা হতে পারে বলে মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা l
আগামী ২৪ শে জুন মস্কোতে সামরিক প্যারেডে বিশেষ অতিথি রাজনাথ সিং l
রাজনাথ সিং এর এই তিন দিনের সফর খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করেন বিশেষজ্ঞ মহল l
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊