গত ১৫ই জুন ভারত-চিন সীমান্তের পূর্ব লাদাখের গালওয়ান উপত্যাকায় ভারত ও চিনা সেনার মুখোমুখি সংঘর্ষে শহীদ হন ২০জন জওয়ান। এর জেরেই সীমান্তের উত্তাপ চরমে। এমনকি দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই হামলার প্রতিবাদে চিনের বিরুদ্ধে প্রতিবাদে সামিল হয় মানুষ। সীমান্তে উত্তাপের মাঝেই পরিকাঠামো উন্নয়নের দিকে নজর দিল কেন্দ্র।
ভারত চিন সীমান্তে লাদাখ জুড়ে ৫৪টি মোবাইল টাওয়ার বসানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত। ইতিমধ্যেই টাওয়ার বসানোর কাজ শুরু হয়ে গিয়েছে বলেও জানা গেছে। ভারতের পরিকল্পনা, নুবরা এলাকায় ৭টি, লেহতে ১৭টি, জানস্কারে কমপক্ষে ১১টি, কার্গিলে বসছে ১৯টি মোবাইল টাওয়ার বসবে বলেই সূত্রের খবর। লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলের কিছু কাছেই ডেমচকে একটি মোবাইল টাওয়ার বসানো হচ্ছে বলে খবর। এই পরিকল্পনায় টাওয়ার বসলে সীমান্তে যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে বলে মনে করা হচ্ছে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊