গত কয়েক সপ্তাহে পুলওয়ামায় বেশ কয়েক দফায় এনকাউন্টারে নিহত হয়েছে একাধিক লস্কর-ই-তৈবা ও হিজবুল সন্ত্রাসবাদী। উপত্যকায় বড় ধরনের নাশকতার প্ল্যান বানচাল করে গত ২৮ মে পুলওয়ামায় একটি বিস্ফোরক-ঠাসা গাড়ি বিস্ফোরণ ঘটিয়ে উড়িয়ে দেয় নিরাপত্তাবাহিনী। চেওয়ার উলার এলাকা কর্ডন করে ঘিরে নিরাপত্তাবাহিনী তল্লাশি শুরু করে। পাল্টা গুলি চালায় সন্ত্রাসবাদীরা। দুপক্ষের গুলির লড়াই তীব্র এনকাউন্টারে পরিণত হয়।

১৯৮৯ সাল থেকে সন্ত্রাসবাদের দাপিয়ে বেড়াচ্ছে জম্মু ও কাশ্মীরে। তিন দশক পর রাজ্যের পুলওয়ামা জেলার ত্রাল এলাকায় হিজবুল মুজাহিদিন জঙ্গি গোষ্ঠীর একজনও সদস্য নেই বলে দাবি করল জম্মু ও কাশ্মীর পুলিশ। ত্রালের চেওয়া উলারে গতকাল এনকাউন্টারে তিন জঙ্গির খতম হওয়ার পর এই দাবি করেছে তারা। চেওয়ার উলার এলাকা দুপক্ষের গুলির লড়াইয়ে তিন জঙ্গির খতম হয় তার পরেই টুইট করে এই দাবি করে জম্মু ও কাশ্মীর পুলিশ।

কাশ্মীর পুলিশের ইনস্পেক্টর জেনারেল (আইজিপি) বিজয় কুমারের সরকারি ট্যুইটার হ্যান্ডলের ট্যুইট রিট্যুইট করে জম্মু ও কাশ্মীর পুলিশ বলেছে, আজকের সফল অপারেশনের পর ১৯৮৯-এর পর এই প্রথম ত্রাল এলাকায় হিজবুল মুজাহিদিন সন্ত্রাসবাদীদের কোনও উপস্থিতিই নেই।