Bengal to appoint more distributers, ration dealers


করোনার জন্য দেশজুড়ে জারি হয়েছে লকডাউন। কাজকর্ম হারিয়ে হতদরিদ্রদের পেটের ভাত জোগাড় করতে হিমশিম অবস্থা। এরপরই কেন্দ্রের নির্দেশে নাগরিকদের রেশন কার্ডের ক্রমানুযায়ী বিনামূল্যে রেশন দেওয়া হচ্ছে। যদিও বাংলায় রেশন বণ্টনকে কেন্দ্র করে জেলায় জেলায় অনিয়মের অভিযোগ তুলে বিক্ষোভ হয়েছিল ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাঠে নেমে সরকারি আধিকারিকদের রেশন বণ্টন নিয়ে কড়া বার্তাও দেন মুখ্যমন্ত্রী ৷ রাতারাতি বদলি করা হয় রাজ্যের খাদ্যসচিবকেও। এবার রাজ্যের রেশন বণ্টনকে দুর্নীতিমুক্ত করতে  রেশন ডিলার নিয়োগের কথা ঘোষণা করলেন খাদ্যমন্ত্রী।

৫ হাজার রেশন ডিলার নিয়োগের কথা বলেছেন তিনি। এই বিষয়ে শিগগিরই বিজ্ঞাপন প্রকাশ করা হবে বলে জানিয়েছেন  জ্যোতিপ্রিয়া মল্লিক ।

খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জানিয়েছেন, রাজ্যে রেশন দুর্নীতির অভিযোগে ৬৭৬ জন রেশন ডিলারের বিরুদ্ধে ইতিমধ্যেই ব্যবস্থা নিয়েছে খাদ্য দপ্তর।  তিনি জানান, "গত এপ্রিল ও মে মাসে ৬৭৬ জন রেশন ডিলারকে শোকজ করা হয়েছে। কাউকে সাসপেন্ড করা হয়েছে, কাউকে টার্মিনেট করে দেওয়া হয়েছে বা কাউকে গ্রেফতার করা হয়েছে। আমরা নতুন করে ৫ হাজার রেশন ডিলার নিয়োগ করব। আগামী এক বছরের মধ্যে ২ হাজার রেশন ডিলার নিয়োগ করা হবে৷’’

যদিও নতুন নিয়োগের ক্ষেত্রে যোগ্যতা মান কী হবে বা কারা সেই নিয়োগের সুযোগ পাবেন সেই নিয়ে এখনও কোনও স্পষ্ট ধারণা পাওয়া যায়নি৷