অনুপম মোদক, ০২- জুন, ২০২০ :
করোনার করাল গ্রাসে আতঙ্কে কাঁপছে সারা বিশ্ব তথা গোটা দেশ। ব্যতিক্রম নয় রাজ্যে তথা জেলার বিভিন্ন গ্রামগুলি। একদিকে করোনা আবহের জেরে সারা দেশ তথা রাজ্যের বিভিন্ন জেলা গুলিতে জারি হয়েছে লকডাউন। এর ফলে সমস্যায় পড়তে হয়েছে গ্রাম এর হত দরিদ্রদের।
কোচবিহার জেলা গ্রীন জোনে থাকলেও সম্প্রতি জেলার বিভিন্ন গ্রামে সংক্রমনের খবর পাওয়া যাচ্ছে। ব্লক প্রশাসন অত্যন্ত তৎপরতার সাথে সেই সমস্ত করোনা আক্রান্ত দের সরকারি আইসোলেশনে থাকার ব্যবস্থা করেন, এবং তাঁদের নমুনা পরীক্ষারও ব্যবস্থা করা হয়।
আজ ব্লক প্রশাসন এর অন্তর্গত গীতালদহ-১ ও গীতালদহ-২, ওকরাবাড়ি , বড় আটিয়াবাড়ি-১ গ্রাম পঞ্চায়েত এর ভোরামপোয়েস্থি, জারিধল্লা, রতিনন্দন, কোনামুক্তা, ভোরাম, জি - আটিয়াবাড়ি, পঞ্চধজি , বালাকান্দি প্রভৃতি গ্রামে ১০ টি করোনা পজেটিভ আক্রান্ত পরিবারের হাতে বিডিও সৌভিক চন্দ মহাশয় এর নির্দেশে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয় । ত্রাণ সামগ্রী গুলির মধ্যে ছিলো ১২ কেজি চাল, ডাল, আলু সয়াবিন, তেল।
ত্রাণ সামগ্রী তুলে দেওয়ার পাশাপাশি এলাকাগুলিতে জীবাণুনাশক স্প্রে করা হয়। এছাড়াও বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) নির্দেশিত সচেতনতার বার্তাও দেওয়া হয়।
উপস্থিত ছিলেন দপ্তর এর আধিকারিক পরিমল চন্দ্র মোদক, সহিদার রহমান প্রমুখ।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊