রাজ্য বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসেবে ফের স্বমূর্তিতে রাজ্যপাল জগদীপ ধনকড় সোমবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (প্রশাসনিক এবং শিক্ষা) পদে অধ্যাপক গৌতম চন্দ্রকে নিয়োগ করেন।উচ্চশিক্ষা দপ্তর সূত্রে খবর, এই নামের সুপারিশ করা হয়নি রাজ্যপালের কাছে। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তাই রাজ্যপালের এই নিয়োগের পরিপ্রেক্ষিতে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন। গতকাল তিনি বলেছেন, 'রাজ্যপাল বিজেপির প্রতিনিধিকে নিয়োগ করেছেন। এই সিদ্ধান্ত কোনও মতে মানব না।'

এদিকে, আজই বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন আশিষ পানিগ্রাহী। তিনি জানালেন, শিক্ষা দফতরের চিঠি পেয়েই তিনি সিদ্ধান্ত নেন সহ-উপাচার্য হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। 

অন্যদিকে, রাজ্যপাল মনোনীত-প্রার্থী গৌতম চন্দ্রের দাবি আচার্যের নিয়োগপত্র পেলেই তিনি দায়িত্বভার নেবেন। তিনি জানান, আচার্যের চিঠি পেলেই দায়িত্বভার গ্রহন করবো। প্রথম অর্ডার দেখেছি, পরের অর্ডার টাও দেখেছি। আশিস বাবুর সাথে আমার সম্পর্ক আছে শ্রদ্ধার সম্পর্ক। তবে এটা কি হচ্ছে বুঝতে পারছি না।