Workers of Bhartiya Kisan Union Bhanu burn a photo of Chinese President Xi Jinping during a protest against the killing of 20 Indian Army soldiers in a violent face-off with Chinese troops at Ladakh's Galwan Valley in Noida Saturday June 20 2020. (Photo | PTI)

ভারত-চীন সীমান্ত লাদাখের গালওয়ানে আগ্রাসনের প্রতিবাদে উত্তরপ্রদেশের গৌতম বুদ্ধ নগরের গ্রেটার নয়ডায় চিনা মোবাইল ফোন সংস্থা ওপোর কারখানার বাইরে বিক্ষোভ দেখালেন একদল ব্যক্তি। তাঁরা চিনা পণ্য বয়কটেরও ডাক দেওয়ার পাশাপাশি চিনের পতাকার পাশাপাশি প্রেসিডেন্ট শি জিনপিংয়ের কুশপুতুলও পোড়ান। 

পুলিশ সূত্রে খবর, চিনের বিরুদ্ধে বিক্ষোভ দেখায় ভারতীয় কিষাণ ইউনিয়ন ও হিন্দু রাষ্ট্র দল। করোনা ভাইরাস সংক্রমণ রোখার জন্য জমায়েতে নিষেধাজ্ঞা অমান্য করে সবাই জড়ো হওয়ায় ৩০ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি সহ ৩২ জনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে।
 
এক বিক্ষোভকারী বলেন, ‘কাপুরুষের মতো লাদাখে আমাদের সেনা জওয়ানদের উপর হামলা চালিয়েছে চিন। আমাদের ২০ জন সেনা শহিদ হয়েছেন এবং অনেকে জখম হয়েছেন। সেই কারণেই আমরা চিনা পণ্যের বিরোধিতা করছি। আমরা চিনা পণ্য ও চিনের প্রেসিডেন্টের কুশপুতুল পুড়িয়েছি। আমরা চিনের পতাকাও পুড়িয়ে দিয়েছি। ভারতীয় কিষাণ ইউনিয়নের সব সদস্যই লড়াই করতে তৈরি। নয়ডা সহ সারা দেশের মানুষ ক্ষুব্ধ।’

হিন্দু রাষ্ট্র দলের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘লাদাখে আমাদের সেনা জওয়ানদের মৃত্যুতে সারা দেশ আহত। সেই কারণেই আমদের বিক্ষোভ। কোনও ভারতীয়র ওপো ফোন কেনা উচিত নয়। ভারত সরকারের কাছে আমাদের অনুরোধ, দেশের সব জায়গায় চিনা সংস্থার কারখানাগুলি বন্ধ করে দেওয়া হোক। তাহলেই চিনকে শিক্ষা দেওয়া যাবে। ওরা আমাদের দেশে হামলা চালানোর আগে দু’বার ভাববে।’