একদিকে করোনা অন্যদিকে নানান প্রাকৃতিক বিপর্যয় মাঝেই প্রতিবেশী দেশের সাথে একাধিক সমস্যা নিয়ে দিন কাটাচ্ছে দেশ। এমন পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ায় ঘৃণা আর হিংসা ছড়াবেন না। সবাইকে একত্রিত হয়ে থাকতে হবে দেশবাসীর কাছে এমনই আর্জি জানালেন শিল্পপতি রতন টাটা।
রবিবার ইনস্টাগ্রামে রতন টাটা জানিয়েছেন, নেটিজেনরা ধৈর্য ও সহনশীলতা দেখাতে পারছেন না। তিনি লিখেছেন, ‘এই বছরটা সকলের কাছে কোনও না কোনওভাবে খুব কঠিন গিয়েছে। আমি দেখছি নেটিজেনরা একে অপরকে আঘাত করছে, একে অন্যকে টেনে নামাচ্ছে, দ্রুত বিচার করে ফেলছে, ধারণা তৈরি করে ফেলছে।’
রতন আরও লিখেছেন, ‘এই বছরে সকলকে একত্রিত থাকতে হবে। একে অপরকে টেনে নামানোর সময় নয় এটা। আরও উদারতা দেখান। সমঝদার হোন। ধৈর্যশীল হোন। আশা করব অনলাইন মঞ্চ সমর্থন আর সহানুভূতির জায়গা হয়ে উঠিক সকলের কাছে।’
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊