রক্তের সমস্যা অনবরত লেগেই রয়েছে। করোনা সংক্রমণের জেরে রক্ত সংকট আরও বেড়ে গেছে।
করোনা আবহে প্রয়োজনে কোথায় মিলবে রক্ত, তা ভেবে পাচ্ছেন না অনেকেই। সেই সমস্যার সুরাহা নিয়ে এলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন।
যাতে নিরাপদে ও সহজে সকলে প্রয়োজনে রক্ত পান সেই কথা মাথায় রেখেই ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটির সঙ্গে গাঁটছড়া বেঁধে "ইব্লাডসার্ভিস" অ্যাপ ঘোষণা করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন।
হর্ষবর্ধন বলেছেন, "আমার কাছে অনেকেই নিরাপদে রক্ত না পাওয়ার অভিযোগ জানিয়েছিলেন।"
এমনকি এমন ব্যক্তিরাও রয়েছেন যাঁদের শারীরিক সমস্যার জন্য প্রায় রক্ত নিতে হয়। যাদের রক্তের প্রয়োজন তাঁদের ছুটে বেড়াতে হয় এক ব্লাড ব্যাঙ্ক থেকে আর এক ব্লাড ব্যাঙ্ক। প্রিয়জনকে বাঁচাতে একের পর এক জায়গা ঘুরে ক্লান্ত হয়ে রক্ত জোগাড় করতে হয় মানুষকে।
তিনি জানিয়েছেন এই ভাবে সহজেই রক্ত পেতে পারেন একজন। আর এক ব্লাড ব্যাঙ্ক থেকে অন্য ব্লাড ব্যাঙ্কে ছুটে বেড়াতে হবেনা।
ডিজিটাল ইন্ডিয়া স্কিমের অন্তর্গত ডেভেলপমেন্ট অব অ্যাডভান্সড কম্পিউটিংয়ের ই-রক্তকোশ দল এই অ্যাপটি তৈরি করেছে।
এই অ্যাপের মাধ্যমে এবার চার ইউনিট রক্ত বুক করা যাবে। তারপর ১২ ঘন্টার সময়ের মধ্যে নির্দিষ্ট ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত সংগ্রহ করতে হবে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊