বিশ্বে যা রেকর্ড তৈরি হয় তা ভাঙার জন্যই। অনেকে নিজের রেকর্ড নিজেই ভাঙে অনেকে অপরের রেকর্ড ভাঙে এটাই নিয়ম। তবে, কোনও বিশেষ ক্ষেত্রে কারোর আত্মনিবেদন, কঠোর পরিশ্রম ও চরম উত্কর্ষের পরীক্ষার একটা উপায় রেকর্ডগুলি, যা তাদের সর্বোচ্চ সীমায় নিয়ে যায়, যাতে তারা নিজেদেরকে সঠিক দিশায় এগিয়ে নিয়ে যেতে পারে। এক্ষেত্রে পছন্দের কাজে উত্কর্ষ সাধনের কোনও নির্দিষ্ট গণ্ডি থাকে না। নির্দিষ্ট লক্ষ্যের দিকে ক্রমাগত অগ্রসর হওয়ার ক্ষেত্রে রেকর্ডগুলি একটা মাপকাঠি হয়ে দাঁড়িয়ে যায়।
গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষের এ ধরনের কাজকর্ম সারা বিশ্বজুড়ে অনেককেই বিভিন্ন ধরনের কাজে উত্সাহ দেয় ও চ্যালেঞ্জ গ্রহণে অনুপ্রাণিত করে। যার মাধ্যমে ছোট থেক বড়ো সকলেই ভিন্নধর্মী কাজের মাধ্যমে নিজেকে প্রকাশ করতে পারে। নিজের দক্ষতা, শ্রমের সার্থকতা পায়।
এবার এমনি এক রেকর্ড গড়ে দিলেন দশ বছরের শিশু। তাও কিনা গণিতে। গণিত মানেই দ্রুত চিন্তার ক্ষমতা ও সংখ্যা নিয়ে বুদ্ধিমত্তা।
ব্রিটেনের লং ইটোনের বাসিন্দা একটি শিশু এই অভাবনীয় বিষয়টিই করে দেখিয়েছে। যার নাম নাদুব গিল, বয়স দশ বছর। এক মিনিট সময়ের মধ্যে সে ১৯০ টি অঙ্ক কষেছে। 'টাইমস টেবিল রক স্টার্স' নামে অ্যাপে গিল তা করে দেখিয়েছে।
গড়ে সে প্রতি সেকেন্ডে কষেছে তিনটি অঙ্ক। ৭০০ পড়ুয়াকে হারিয়েছে গিল।
দেখুন সেই দক্ষ শিশুর ভিডিও-
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊