Latest News

6/recent/ticker-posts

Ad Code

সাংসদ ও বিধায়কের দরজায় আপার প্রাইমারি প্রার্থীরা


আজ মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সাংসদ মাননীয় আবু তাহের খান মহাশয় ও ৭৪ নম্বর নওদা বিধানসভা কেন্দ্রের মাননীয়া বিধায়িকা শাহীনা মমতাজ খান মহাশয়ার সন্নিকটে আপার প্রাইমারি চাকুরিপ্রার্থী মঞ্চ(WBUPCPM) এর তরফ থেকে দীর্ঘ ৭ বছর ধরে চলতে থাকা নিয়োগ নিয়ে ডেপুটেশনে দেওয়া হলো।

  • ২০১৪ - বিজ্ঞপ্তি প্রকাশ ও আবেদন জমাকরন 
  • ২০১৫- পরীক্ষা গ্রহন 
  • ২০১৬- লিখিত পরীক্ষার ফল প্রকাশ 
  • ২০১৮ - ডকুমেন্ট ভেরিফিকেশন 
  • ২০১৯- ইন্টারভিউ গ্রহণ ও মেরিটলিস্ট প্রকাশ পর্যন্ত নিয়োগ অসম্পূর্ণ 
২০১৪ থেকে আরম্ভ হওয়া আপার প্রাইমারি নিয়োগ বিগত সাত বছর ধরে ঝুলে রয়েছে। এই নিয়োগ দ্রুত স্বচ্ছতার সাথে সম্পন্ন করতে রাজ্য জুড়ে প্রতিটি জেলার আপার প্রাইমারি প্রার্থীরা বিধায়ক, সাংসদ, মন্ত্রী, মহকুমা শাসক, জেলা শাসককে ডেপুটেশন দিচ্ছে। পাশাপাশি, এনাদের মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে একই বার্তা পৌঁছে দিতে সরব হয়েছে অনেকেই। 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code