Arvind Kejriwal, Delhi CM: 
This is not the time to fight with each other and do politics. This is the time for all governments and organisations to stand together to defeat Corona virus.

দিন দিন ভয়ঙ্কর রুপ ধারন করছে করোনা। বাড়ছে যেমন সংক্রমণ তেমনই বাড়ছে মৃত্যুও।এমন পরিস্থিতিতে বাইরের রাজ্য থেকে রোগী দিল্লীতে চিকিৎসার জন্য গেলে স্থানীয়দের চিকিৎসা পরিষেবায় সমস্যা হতে পারে এই কথা মাথায় রেখেই পাঁচ চিকিৎসককে নিয়ে গঠিত দিল্লি সরকারের বিশেষ কমিটির পরামর্শে দিল্লিবাসীর জন্য বেড সংরক্ষিত করার সিদ্ধান্ত নিয়েছিল। একইসঙ্গে স্থির করা হয়, যাঁদের দেহে কোভিড ১৯ রোগের লক্ষণ আছে, কেবল তাঁদেরই টেস্ট করা হবে। এই ঘোষণা নিয়ে বিতর্ক হয়। 

সেই দুই সিদ্ধান্তই খারিজ করেন লেফটেনান্ট গভর্নর অনিল বৈজল। তাঁর দফতর বিজ্ঞপ্তি দিয়ে জানায়, '‌কোনও রকম বিভাজন ছাড়াই দিল্লির হাসপাতালে সবাই সমান চিকিত্‍সা পাবেন। দিল্লিবাসী নয়, এই যুক্তি দেখিয়ে কোনও রোগীকে ফেরানো যাবে না।'‌

এর মাঝেই করোনা উপসর্গ দেখা দিলে হোম আইসোলেশনে যান মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল। যদিও পরে করোনা টেস্ট করলে নেগেটিভ আসে। তারপরেই, প্রথম বার সাংবাদিকদের মুখোমুখি হয়ে উপরাজ্যপালের সিদ্ধান্ত মেনে নেওয়ার কথা জানান তিনি।


এদিন কেজরিওয়াল বলেন, 'আমরা দিল্লিতে ৬২ টি আসন পেয়েছি। কিন্তু কেন্দ্রীয় সরকার যা সিদ্ধান্ত নেবে আমরা তা পালন করব। তা নিয়ে কোনও বিতর্ক নেই।' 

তিনি আরও বলেন, 'রাজনৈতিক দলগুলি যদি নিজেদের মধ্যে লড়াই করে, তাহলে করোনা জিতবে। অতিমহামারীর সঙ্গে লড়াই করার জন্য সারা দেশকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা যে এখন কত বড় সংকটে রয়েছি তা অনেকে কল্পনাও করতে পারছেন না।'