করোনা সংক্রমণের জেরে সারা দেশে লক ডাউনের জেরে ধুঁকছে অর্থনীতি। দেশের সাথে সাথে পশ্চিমবঙ্গেও যে আর্থিক মন্দার সৃষ্টি হয়েছে তাতে সারা দেশ ও রাজ্যের পরিস্থিতিও দূর্বিষহ। সেই সাথে গোদের ওপর বিষফোঁড়া হয়ে কিছুদিন আগে ভয়াবহ আমফান সুপার সাইক্লোনের জেরে রাজ্যের বিভিন্ন প্রান্তে যে ভয়াল পরিস্থিতি দেখা দিয়েছে। দক্ষিনবঙ্গের বিস্তীর্ণ এলাকা আম্ফানে বিপর্যস্ত। এমন পরিস্থিতিতে ঘোর সংকটের মুখে রাজ্য।  

ভয়াল পরিস্থিতির মোকাবিলার জন্য আজ রাজ্যের শিক্ষা দপ্তরের অধীন কোচবিহার জেলার এডুকেশন সুপারভাইজারদের পক্ষ থেকে ২০০১১টাকা মাননীয় পার্থ প্রতিম রায় মহাশয়ের মাধ্যমে অতিরিক্ত জেলা শাসকের(ADM G) হাত দিয়ে ওয়েষ্ট বেঙ্গল স্টেট ইমার্জেন্সি রিলিফ ফান্ডে তুলে দেওয়া হয়।

এই পরিস্থিতিতে রাজ্যের পাশে থাকা অত্যন্ত জরুরী মনে করেই তারা এগিয়ে এসেছেন বলে জানিয়েছেন।