Latest News

6/recent/ticker-posts

Ad Code

তিন মাস থেকে আয় নেই, সবকিছুর মোকাবিলা একসঙ্গে করতে হচ্ছে- মমতা


একদিকে করোনা অন্যদিকে আম্ফান লণ্ডভণ্ড রাজ্য। করোনা রুখতে সারা দেশ জুড়ে চলছে লক ডাউনে আর্থিক ক্ষতির মুখে যেমন বড়- ছোট সব সংস্থা তেমনি রাজ্যের অর্থনীতি ধুঁকছে। হরিশ পার্কে পরিবেশ দিবস উপলক্ষ্যে অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন মমতা। সেখানে বক্তব্য রাখতে গিয়ে তিনি মনে করিয়ে দেন, বাংলায় আঘাতের কথা। পাশাপাশি, রাজ্যের আয় তিন মাস থেকে বন্ধ বলেই জানান তারপরেও বেতন, পেনশন দিচ্ছে। এক সঙ্গে সব কিছু মোকাবিলা করতে হচ্ছে। 

এদিন তিনি বলেন---
  • ‘বাংলার ওপর একটার পর একটা আঘাত’
  • ‘একদিকে কোভিড, আরেকদিকে উমপুন’
  • ‘সবকিছুর মোকাবিলা একসঙ্গে করতে হচ্ছে’
  • ‘২৫ লক্ষ চাষীকে সাহায্য করা হয়েছে’
  • ‘৫ লক্ষ গৃহহীনকে আর্থিক সাহায্য করা হয়েছে’
  • ‘প্রায় ১ লক্ষ পান বরজের মালিককে সাহায্য’
  • ‘৩ মাস ধরে সরকারের কোনও আয় নেই’
  • ‘আয় নেই, তাও বেতন, পেনশন দিতে হচ্ছে’
  • ‘সাংসদ তহবিলের টাকা বন্ধ করে দেওয়া হয়েছে’
  • ‘৫৫ হাজার কোটি টাকার দেনা শোধ করতে হচ্ছে’
  • ‘তাও রাজ্যে নিয়মিত বেতন-পেনশন হচ্ছে’
  • ‘পরিযায়ী শ্রমিকের ট্রেন-বাস ভাড়া দিয়েছি’
  • ‘আরও দেড় লক্ষ শ্রমিক ট্রেনে ফিরবে’
  • ‘আরও দেড় লক্ষ শ্রমিক ট্রেনে ফিরবে’
  • ‘পরিয়ায়ীদের নিয়ে কেন্দ্রের কোনও পরিকল্পনা নেই’
  • ‘ট্রেনের মধ্যেই অনেকে মারা যাচ্ছেন’
  • ‘বাংলার প্রতি বঞ্চনা করছে দিল্লি’
  • ‘উমপুনে সুন্দরবনের অনেক ম্যানগ্রোভ নষ্ট’
  • দূষণ নিয়ন্ত্রণের জন্য ১০ হাজার গাছ লাগানো হবে’
  • ‘বড় ও মোটা গাছ লাগাবেন না’
  • ‘সুন্দরবনে নতুন করে ম্যানগ্রোভ লাগাতে হবে’
  • ‘কলকাতায় গাছ লাগাতে ১০০ কোটি টাকা খরচ’
  • ‘পশ্চিমবঙ্গে আরও সাড়ে ৩ কোটি গাছ লাগানো হবে’
  • ‘১৪ জুলাই থেকে ফের গাছ লাগানো শুরু হবে’
  • ‘ফণীর সময় ভুবনেশ্বরে ১ মাস বিদ্যুৎ ছিল না’
  • ‘চেন্নাইয়েও ১ মাস পর্যন্ত জল জমে থাকে’
  • ‘দুর্যোগ হলে রাজনীতি হিসেবে দেখবেন না’
  • ‘আমরা লড়ছি, আরেকটা দল বলছে এদের তাড়াও’
  • ‘এটা রাজনীতি করার সময়’
  • ‘আমি তো বলিনি মোদিকে তাড়িয়ে দাও’
  • ‘রাজনীতি না করে মানুষের সেবা করুন’
  • ‘ভয়ে ৩ মাস বাইরে কেউ বেরোননি’
  • ‘একমাত্র আমরাই নিয়মিত কাজ করে গেছি’
  • ‘সবুজের আঁচল দিয়ে বাংলা রক্ষা করতে হবে’
  • ‘করোনা, দুর্যোগ, চক্রান্ত সব হারবে, এগোবে বাংলা’

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code