পথ  বিশেষ বিদ্যালয়ের বিশেষ ভাবে সক্ষম ছাত্র ছাত্রীদের পরিবারের পাশে দাঁড়ালো স্বপ্ন সোসাইটি 


SER-20, পলাশবাড়ি, ২৫শে জুন, ২০২০ : 

স্বপ্ন সোসাইটির পরিচালনায় এবং কোলকাতার পরিবার বেঙ্গল এর আর্থিক সহযোগিতায় আলিপুরদুয়ার জেলার, পূর্বকাঠালবাড়ি গ্রামের , শিলবাড়িহাট এলাকার "পথ " বিশেষ বিদ্যালয়ের বিশেষ ভাবে সক্ষম ছাত্র ছাত্রীদের পরিবারকে কিছু খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয় l 

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পলাশবাড়ির পুলিশ ক্যাম্পের ইনচার্জ, বিশিষ্ট সমাজসেবী বিনায়ক নন্দী মহাশয় , বিদ্যালয়ের শিক্ষক বিশ্বজিৎ দাস, জয়ন্ত বর্মন মহাশয় এবং শিক্ষিকা স্বাস্বতী বর্মন মহাশয়া এছাড়াও উপস্থিত ছিলেন সোসাইটির সম্পাদক মাননীয় তাপস বর্মন মহাশয় l 

সোসাইটির সম্পাদক তাপস বাবু জানান যে, " আজকে মোট ২৮ টি পরিবারের হাতে তুলে দেওয়া হয় এই খাদ্য সামগ্রী l সম্পাদক মহাশয় আরো বলেন যে কোলকাতার পরিবার Bengal Organization সোশ্যাল মিডিয়ায় এই সংস্থার সামাজিক কাজকর্ম দেখে করোনার জন্য বিশেষ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের পরিবারকে খাদ্য সামগ্রী তুলে দেওয়ার কর্মসূচি গ্রহণ করেন l তাই আজকে এই কর্মসূচি গ্রহণের মাধ্যমে বিশেষ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের পাশে দাঁড়াতে পেরেছি। 


এদিনের কর্মসূচিতে চাল, ডাল, তেল, সোয়াবিন, লবন, আলু, সাবান, চিনি এবং বিস্কুট প্রভৃতি দেওয়া হয় প্রতিটি পরিবারকে। এতে বেশ খুশি যেমন প্রাপকরাও তেমনি খুশি প্রেরকরাও। এলাকার বিশিষ্ট মহল এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করে।