পাকিস্তানের ইতিহাসে এই প্রথমবার তৈরী হতে চলেছে হিন্দু মন্দির। প্রায় ১০ কোটি টাকা খরচ করে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের মাটিতে তৈরি হচ্ছে 'কৃষ্ণ মন্দির'। বিশাল এই মন্দির তৈরিতে অর্থের যোগান দিচ্ছে খোদ পাকিস্তান সরকার। গত মঙ্গলবার মাটি খুঁড়ে ভুমি পূজার মাধ্যমে মন্দির স্থাপনের কাজ শুরু করলেন পাকিস্তানের মানবাধিকার বিষয়ক সংসদীয় সম্পাদক লাল চাঁদ মালহি। নিজেই ট্যুইট করে সেকথা জানিয়েছেন লাল চাঁদ।
২০১৭ সালেই হিন্দু কাউন্সিলকে ক্যাপিটেল ডেভেলপমেন্ট কর্তৃপক্ষ ইসলামাবাদের এইচ-৯ সেক্টরে এই ২০ হাজার বর্গ কিলোমিটার জমি মন্দির নির্মাণের জন্য দিয়েছিলেন। পাক রাজধানীর নির্ধারিত সেই জমিতেই হচ্ছে এই সুবিশাল মন্দির তৈরির কাজ। মন্ত্রী লাল চাঁদ মালহি জানিয়েছেন গত কয়েক দশক ধরে রাজধানী শহরে হিন্দু জনসংখ্যা বৃদ্ধি ও একটি মন্দিরের দাবি পূরণ করতে এই ব্যবস্থা
ইসলামাবাদ হিন্দু পঞ্চায়েত এই মন্দিরের নাম দিয়েছে শ্রী কৃষ্ণ মন্দির।