• 'বিপদ এখনও কাটেনি ৷ আরও কয়েক দশক ভুগতেই হবে' - WHO প্রধান 
  • ডেক্সামিথাসোন প্রয়োগে অনুমোদন দিলেও ব্যবহার নিয়ে সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা
বিশ্বজুড়ে করোনার দাপট এখনও অব্যাহত। দৈনিক রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়ছে করোনা সংক্রমণ। করোনা রুখতে ভ্যাকসিনের দিকে তাকিয়ে গোটা বিশ্ব। তবে এখনও আবিষ্কার হয়নি ভ্যাকসিন। কিছুটা আশার আলো দেখাচ্ছে অক্সফোর্ড, অন্যদিকে চীনেও একটি ভ্যাকসিন মানুষের ওপর ট্রায়ালের অনুমোদন পেয়েছে বলেই জানা গেছে। তারপরেও, থেকে যাচ্ছে আতঙ্ক। 'বিপদ এখনও কাটেনি বলেই মন্তব্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান আধানম গেব্রিয়েসাসের। 

দুবাই কর্তৃপক্ষ আয়োজিত একটি ভার্চুয়াল কনফারেন্সে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান আধানম গেব্রিয়েসাসের মন্তব্য, 'বিপদ এখনও কাটেনি ৷ আরও কয়েক দশক ভুগতেই হবে আমাদের। এটা শুধু স্বাস্থ্য সঙ্কট নয়, একই সঙ্গে অর্থনৈতিক, সামাজিক এবং কিছু দেশের ক্ষেত্রে রাজনৈতিক সঙ্কটও।’ 

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান আধানম গেব্রিয়েসাসে বলেন, এবছরের শেষেও যদি করোনার কোনও প্রতিষেধক পাওয়া যায়, তাহলেও তা সারা বিশ্বের মানুষের হাতে এই প্রতিষেধক পৌঁছাতে আড়াই বছরেরও বেশি সময় লেগে যাবে ৷  

অন্যদিকে, করোনা চিকিৎসায় কদিন আগেই স্টেরয়েড ডেক্সামিথাসোন প্রয়োগ করার পক্ষে সায় দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ৷ কিন্তু ব্যবহার নিয়ে সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা ৷ ডাক্তারি পরামর্শ ছাড়া যথেচ্ছ প্রয়োগ প্রাণঘাতী হতে পারে বলে জানানো হয়েছে ৷ করোনা চিকিৎসায় ডেক্সামিথাসোন প্রয়োগে কার্যকরী ফল মিলবে বলে আশাবাদী বিশ্ব স্বাস্থ্য সংস্থার ৷