ভারত-চিন সীমান্ত পূর্ব লাদাখের গালওয়ানে ভারত ও চিন সেনার মুখোমুখি সংঘর্ষে ২০ জন জওয়ান শহীদ হওয়ার পর দেশ জুড়ে চিনা দ্রব্য বয়কটের ডাক উঠেছে। তাতে রাজনৈতিক নেতা থেকে সাধারন জনগণ পর্যন্ত সুর মিলিয়েছে। এমনকি কেন্দ্রের তরফে চিনা দ্রব্য ব্যবহার না করার জন্য বিএসএনএল ও এমটিএনএলকেও নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, অভিনেতা থেকে ক্রীড়াব্যক্তিত্ব ও ব্যবসায়িক মহলেও চিনা দ্রব্য বয়কটের ডাক উঠেছে। 

এবার সরাসরি দেশের বাণিজ্য মন্ত্রকের তরফে ই-কমার্স প্ল্যাটফর্মগুলিকে কোন জিনিস কোন দেশে তৈরি তা লিখে দেওয়ার নির্দেশ দেওয়া হল। আমাজন, ফ্লিপকার্টের মতো বড় ই-কমার্স সংস্থাগুলি এর জন্য জুলাই অবধি সময় চেয়ে নিয়েছে। আর বাকি সংস্থাগুলি অবশ্য কেন্দ্রের নির্দেশ পালনে রাজি হয়ে গিয়েছে বলেই খবর।