Latest News

6/recent/ticker-posts

Ad Code

৩৭ বছরেও জ্বলন্ত সেই স্মৃতি, স্বর্ণাক্ষরে লেখা থাকবে ইতিহাসের পাতায়


২৫শে জুন ১৯৮৩। দিনটা স্মরণীয় প্রতিটি ভারতীয়র কাছে। আজ থেকে ঠিক ৩৭ বছর পূর্বে এদিনেই ইতিহাস গড়েছিল ভারত। ক্রীড়া জগতের সবচেয়ে উল্লেখযোগ্য স্থান জয় করে নিয়েছিল ভারত। 

এদিনেই ঐতিহ্যবাহী লর্ডসে প্রথমবার ভারতের হাতে বিশ্বকাপ ট্রফি উঠেছিল। তা-ও আবার ফাইনালে বিশ্বের সেরা দল ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে। ৩৭ বছর পেরোলেও এই জয় দেশের ক্রিকেটীয় ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা রয়েছে আর থাকবেও। আজও সোশ্যাল মিডিয়ায় চলছে কপিল সহ তৎকালীন বিশ্বকাপ জয়ী খেলোয়াড়দের বন্দনা।


৩৭ বছর বাদেও আজও সকলের মনে রয়েছে এই উল্লেখযোগ্য দিনটি। টসে জিতে ক্যারিবিয়ানরা ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠায়। ক্যারিবিয়ান বোলারদের সামনে ভারতীয় ব্যাটসম্যানরা ১৮৩-র বেশি স্কোরবোর্ডে তুলতে পারেনি। এই স্কোর রক্ষা করেই যে ইতিহাস গড়বে ভারত, তা বিশ্বাসই করতে পারেনি দলের প্রত্যেকে। সেই অসাধ্য সাধন করেই কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। বিশ্বকাপের ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ হন মোহিন্দর অমরনাথ। ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ২৬ পাশাপাশি বল হাতে তিন উইকেট নিয়েছিলেন। ১৮৩ রান বোর্ডে তুলেও ভারত ওয়েস্ট ইন্ডিজকে ৪৩ রানে পরাজিত করে। ১৪০ রানে শেষ হয়ে যায় ক্যারিবিয়ান দের ইনিংস।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code