করোনার থাবায় যে বিপর্যস্ত ভারত তা বোঝাই যাচ্ছে। দিনের পর দিন বাড়ছে সংক্রমণ বাড়ছে মৃত্যু। এমন পরিস্থিতির মাঝেও লক ডাউন থেকে বেড়িয়ে আনলকে হাঁটছে দেশ। এই মুহূর্তে করোনা পরিস্থিতি সবচেয়ে উদ্বেগজনক।
মধ্যপ্রদেশে করোনা সংক্রমণ শেষ করার জন্য আজ থেকেই 'Kill Corona' অভিযান শুরু হতে চলেছে৷
কিন্তু ভোপালে এই ক্যাম্পেন শনিবার ২৭ জুন থেকেই চালু করে দেওয়া হচ্ছে ৷ ভোপালের মোট ৮.৫ কোটি জনসংখ্যার কত জনের জ্বর আছে তাঁর সার্ভে করা হবে ৷
এই অভিযানে সাধারণ মানুষকে স্বাস্থ্য সম্পর্কে ৬টি প্রশ্ন করা হয় ৷ তাঁদের উত্তরের উপরে নির্ভর করে ঠিক করা হবে যে তাদের মধ্যে করোনার উপসর্গ রয়েছে না অন্যকিছুর৷ লক্ষণ বুঝেই র্যাপিড টেস্ট কিটের মাধ্যমে পরীক্ষা করা হবে ৷ র্যাপিড টেস্টে রেজাল্ট পজিটিভ এলে স্যাম্পেল ল্যাবে পাঠিয়ে দেওয়া হবে পরীক্ষার জন্য ৷
সার্ভে টিমের কাছেই থাকবে র্যাপিড টেস্ট কিট৷ কোনও ব্যক্তির মধ্যে লক্ষণ রয়েছে মনে হলে তাঁর টেস্ট করা হবে কিট দিয়ে ৷ নোডাল সেন্টারে এই বিষয়ে জানাতে হবে ৷ পাশাপাশি সেই ব্যক্তিকে পাশের ফিভার ক্লিনিকেও রেফার করা হবে ৷
মধ্যপ্রদেশেের মুখ্যমন্ত্রী জানান, এই সার্ভে টিমে থাকে পুরুষ ও মহিলা কর্মী। থাকবে আশাকর্মী, অঙ্গনওয়ারি কর্মী। ডেঙ্গু, ম্যালেরিয়া ও ডায়রিয়ার পাশাপাশি কাশি ও সর্দি-লক্ষণের লক্ষণ পাওয়া গেলে নাগরিকরা প্রয়োজনীয় পরামর্শ ও চিকিত্সা নিতে পারবেন। এই তথ্য সার্থক অ্যাপ ব্যবহার করে নিবন্ধিত হবে। ১০০০০ সার্ভে টিম প্রতিদিন ১০ লক্ষ বাড়ি সার্ভে করবে। একটি টিম প্রায় ১০০ ঘর সার্ভে করবে দৈনিক।
মধ্য প্রদেশের জনসংখ্যা এখন প্রায় 8 কোটি। শহরের পাশাপাশি গ্রামীণ অঞ্চলে সমান জোর দেওয়া হবে। সার্ভে চলাকালীন দলগুলি ভেক্টরজনিত রোগ সম্পর্কেও তথ্য সংগ্রহ করবে যাতে লোকেরাও এ জাতীয় রোগের জন্য অবিলম্বে চিকিত্সা করতে পারে বলে জানান চিফ সেক্রেটারি।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊