করোনার প্রকোপ দিনদিন বেড়েই চলেছে। বিধিনিষেধ মেনে লকডাউন কিছুটা শিথিল হলেও টানা তিনমাস ধরে বন্ধ রয়েছে স্কুল-কলেজ। একে একে বাতিল করা হয়েছে উচ্চমাধ্যমিক, স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণীর পরীক্ষা। সংক্রমণের কথা মাথায় রেখে স্থগিত রাখা হল Central Teacher Eligibility Test অর্থাৎ CTET পরীক্ষা।
কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা বর্ডার তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, "করোনা সংক্রমণের জেরে ২০২০ সালের CTET এর ১৪ তম সংস্করন যা আগামী জুলাই মাসে হওয়ার কথা ছিল সেটি পরবর্তী বিজ্ঞপ্তি প্রকাশিত না হওয়া পর্যন্ত স্থগিত রাখা হলো। পরিস্থিতি পরীক্ষা নেওয়ার অনুকূলে এলেই পরীক্ষায় ব্যবস্থা করা হবে।"
প্রসঙ্গত, এবছরের ৫ জুলাই সামাজিক বিধিনিষেধ ও নিরাপদ স্বাস্থ্যবিধি মেনে দুটি পর্যায়ে পেপার-১ ও পেপার-২ হওয়ার কথা ছিল। কিন্তু বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে তা স্থগিত করা হয়। পরীক্ষার্থীদের পরবর্তী বিজ্ঞপ্তির জন্য অফিসিয়াল ওয়েবসাইট www.ctet.nic.in এ লক্ষ্য রাখতে বলা হয়েছে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊