picture credit MeerFoundation 

সুরশ্রী রায় চৌধুরীঃ

দেশ জুড়ে পরিযায়ী শ্রমিকদের মর্মান্তিক ছবি সামনে আসছে। কখনো বাড়ী ফেরার তাগিদে মাইলের পর মাইল নিজেদের পোষ্য কে নিয়ে হাঁটছে। আবার কখনো নিজের সন্তান কে লরির মাথায় ছুড়ে দিচ্ছে।

কয়েক দিন আগে একটা মর্মান্তিক ছবি সোশাল মিডিয়াতে ভাইরাল হয়েছিল। স্টেশনে মৃত পড়ে মা। আর অবুঝ দুধের শিশু সেই মাকে ঘুমন্ত ভেবে তোলার চেষ্টা করছে।

বিহারের সেই খুদের দায়িত্ব নিল শাহরুখ খানের মীর ফাউন্ডেশন। বিহারের মুজফফরপুরে তাঁদের বাড়ি। এমনটাও নেট দুনিয়ার তরফে দাবি করা হয়েছিল। আপাতত দাদাকে নিয়ে সেই খুদে ঠাকুরদা ও ঠাকুমার আশ্রয়ে। কিন্তু ভাইরাল সেই ভিডিও দেখে চুপ করে বসে থাকতে পারেননি কিং খান । শারুখের সংস্থা রেড চিলিজ সূত্রের খবর, সেই ঘটনার পর থেকেই সেই খুদের খোঁজ শুরু হয়। অবশেষে সোমবার টুইট করে জানানো হয়েছে, ঠাকুরদার আশ্রয়ে থাকা সেই শিশুর দায়িত্ব মীর ফাউন্ডেশনের। যারা আমাদের সেই দুধের শিশু অবধি পৌঁছতে সাহায্য করেছেন তাঁদের সকলকে ধন্যবাদ।