আজ পুলিশ লাইনে কনস্টেবল পদে প্রার্থীদের MOCK INTERVIEW এর বিষয়ে এক সেমিনার অনুষ্ঠিত হলI ডিএসপি ট্রাফিক চন্দন দাসের তত্ত্বাবধানে শুরু হয়েছে এই MOCK INTERVIEW CLASSI
প্রত্যেকেই প্রিলিমিনারি , PET এবং লিখিত পরীক্ষা পাশ করে ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেI এদিন মোট ৫০জন প্রার্থী উপস্থিত ছিলেন এই সেমিনারে। পুলিশের চাকরীর বিভিন্ন মাত্রা নিয়ে তথা ইন্টারভিউয়ের জিজ্ঞাস্য বিষয়ে নিয়ে খুঁটিনাটি আলোচনা করলেন মাননীয় সুপারিনটেনডেন্ট অফ পুলিশ ডাঃ সন্তোষ নিম্বলকর, IPS I
এছাড়াও, এদিনের এই সেমিনারে উপস্থিত ছিলেন, ডিএসপি (ক্রাইম) শ্রী তাপস মৌলিক , ডিএসপি (হেড কোয়ার্টার ) শ্রী সমীর পাল এবং আইসি সৌম্যজিৎ রায় I
খুব শীঘ্রই হবে কন্সটেবল পদের ইন্টারভিউ। প্রার্থীরা তিনটি ধাপ অতিক্রম করে এই ধাপ পেরোতে পারলেই চাকরি। এই অন্তিম মুহূর্তে যেন প্রার্থীরা কোনও ভুল না করে, যাতে ইন্টারভিউতে কোন ভয় না পান এবং কি ভাবে প্রশ্নের উত্তর দিতে হবে, কি কি বিষয় মেনে ইন্টারভিউয়ে উপস্থিত হতে হবে সে ব্যাপারে খুঁটিনাটি আলোচনা হয় এদিনের সেমিনারে I প্রার্থীরা পুলিশের এই উদ্যোগে অত্যন্ত আনন্দিত I
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊