চাকরি প্রার্থীদের জন্য সুখবর। পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটিতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। অফিসার গ্রেড এ ম্যানেজার ও লিগাল পদে নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আবেদন গ্রহণ শুরু হয়েছে।
পোস্ট- Officer Grade A (Assistant Manager)-General
- আবেদন শেষের তারিখ- ৩১শে জুলাই ২০২০
- শূন্যপদ-৩(UR-2, OBC-1)
- শিক্ষাগত যোগ্যতা- মাস্টার ডিগ্রি অথবা ল, বা ইঞ্জিনিয়ারিং নিয়ে স্নাতক হতে হবে।
- বয়সসীমা- ৩০ বছরের মধ্যে প্রার্থীদের বয়স হতে হবে
- বেতন- নুন্যতম ২৮১৫০ টাকা থেকে ৫৫৬০০ টাকা পর্যন্ত
পোস্ট- Officer Grade A Legal
- আবেদন শেষের তারিখ- ৩১শে জুলাই ২০২০
- শূন্যপদ-২
- শিক্ষাগত যোগ্যতা- আইন নিয়ে স্নাতক হতে হবে।
- বয়সসীমা- ৩০ বছরের মধ্যে প্রার্থীদের বয়স হতে হবে।
- বেতন- ২৮১৫০-৫৫৬০০
এস সি বা এস টি দেড় ক্ষেত্রে ৫ বছর ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে ৩ বছর এবং পি ডবলু ডি প্রার্থীদের ক্ষেত্রে ১০ বছরের ছাড় দেওয়া হবে। প্রার্থীদের কম্পিউটারে অভ্যস্ত হতে হবে।
প্রার্থীদের অনলাইন পরীক্ষা, গ্রুপ ডিসকাসান এবং ইন্টারভিউয়ের মাধ্যমে বাছাই করা হবে। অনলাইন পরীক্ষা দেশ জুড়ে একাধিক জায়গাতে হবে।
আবেদন ফি বাবদ প্রার্থীদের ৫০০ টাকা দিতে হবে।তবে এস সি এস টি পি ডবলু ডি প্রার্থীদের ক্ষেত্রে কোন টাকা লাগবে না।
আবেদন করুন-
অফিসিয়াল ওয়েবসাইট-
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊