Paddy, corn drying up on the road, increasing the risk of accident

দিনহাটা-12জুন: চলছে শস্য কাটার মরসুম। ধান ঘরে তোলার পর্ব চলছে পুরোদমে। আর এর মধ্যেই দিনহাটা মহকুমা জুড়ে এক বিপজ্জনক প্রবণতা লক্ষ করা যাচ্ছে। 


ধান, ভুট্টা, খড় শুকোনো হচ্ছে রাস্তা আটকে। গোসানী রোড, বলরামপুর রোড, রংপুর রোড, কুর্শাহাট রোডের অনেক জায়গায় এই প্রবণতা দেখা যাচ্ছে। 


রাস্তার একটা দিক আটকে চলছে এই কাজ। গ্রামের ভেতরের রাস্তাতে আড়াআড়ি ভাবে রাস্তা আটকেই শুকোনো হচ্ছে শস্য। আর এতেই বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা। 


ধান বা ভুট্টার ওপর বাইক থেকে মোটর কার পিছলে গিয়ে বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। ইতিমধ্যে দক্ষিণ দিনাজপুর জেলার তপনের বিডিও রাস্তায় শুকোতে দেওয়া ধানের কারণে দুর্ঘটনার কবলে পড়েন। তাঁর গাড়ি ধানের ওপর পিছলে যায়। শেষে তিনি প্রাণ হারান। 

দিনহাটার নাগরিক মহলেও একই আশঙ্কা উঁকি মারছে। তাদের দাবি প্রশাসন এই বিষয়ে হস্তক্ষেপ করুক।