অরবিন্দ শর্মাঃ 

বিশ্ব যোগ দিবস উপলক্ষে দিনহাটা ব্যায়াম বিদ্যালয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রায় ৭০ - ৮০ জন ছাত্রছাত্রীর উপস্থিতিতে পালিত হল বিশ্ব যোগাসন দিবস। 

বর্তমান পরিস্থিতি ও যোগাসনের মাধ্যমে শরীর সুস্থ থাকার উপযোগিতার কথা তুলে ধরেন ব্যায়াম বিদ্যালয়ের  সেক্রেটারি জেনারেল বিভুরঞ্জন সাহা । 

এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন কোচ সুজিত পাল, প্রদীপ সাহা,প্রিয়া সাহা ।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সদস্য শিখা নন্দী, সুশান্ত সাহা, হিমাদ্রী সেন সরকার, বাবু সোম, সুব্রত সাহা প্রমুখ । ছাত্রছাত্রীরা সামাজিক দূরত্ব বজায় রেখে বিভিন্ন যোগাসন করে দেখায় ও তার উপকারীতা বলেন কোচ সুজিত পাল। সমবেত হল ভর্তি দর্শক কড়তালি মুখরিত করে।