![]() |
pic source: poandpo.com |
বিপদ যেন কাটছেই না আমেরিকার। সম্প্রতি খবর পাওয়া গিয়েছে আমেরিকার অ্যারিজোনা প্রদেশের জঙ্গলে আগুন লেগেছে। আগুন ছড়িয়ে পড়েছে প্রায় ১ লক্ষ ৭৫ হাজার একর জঙ্গলে, যা প্রায় ৭০৫ বর্গ কিলোমিটার এলাকার সমান।
স্থানীয় সূত্রে খবর, শনিবার সকাল থেকেই এই আগুন লাগার খবর আসতে থাকে। ঘটনাস্থলে কাজ চলছে জোরকদমে। এখনও নিয়ন্ত্রনে আসেন আগুন। রয়েছে প্রায় ৮০০ জন দমকলকর্মী, আটটি হেলিকপ্টার। মনে করা হচ্ছে, কোনও একটি গাড়িতে আগুন ধরে যাওয়ার পর বাতাসের তীব্রতায় সেই আগুন ছড়িয়ে পড়েছে জঙ্গলে।
স্থানীয় প্রশাসনের আশঙ্কা, কমপক্ষে সাতদিনের আগে এই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে না। তারপর তিনদিন উত্তাপ থাকবে বলেই তাঁদের মনে হয়।
তবে ঘটনায় এখনও কোনও হতাহতের সন্ধান পাওয়া যায়নি। ঘটনাস্থল থেকে ১২টির বেশি বসতি এলাকার মানুষকে সরানো হয়েছে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊